কেমন আছেন সৌরভ? ওমিক্রন রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১

হঠাৎ করেই করোনা আক্রান্ত হওয়ার কারণে সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েছিল। তবে কলকাতার উডল্যান্ড নার্সিং হোমের ডাক্তাররা জানিয়েছে, সৌরভের অবস্থা আগের চেয়ে এখন ভালো। অবস্থা স্থিতিশীল।

তবে তার করোনার জিনোম সিকুয়েন্স পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে। তার শরীরে থাকা কোভিড-১৯ কী করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নাকি অন্যকিছু, তা জানা যাবে ল্যাবরেটরি রিপোর্ট আসার পর।

উডল্যান্ড হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হাসপাতালে ভর্তির দ্বিতীয় দিন পার হচ্ছে আজ। তিনি হোমোডাইনামিক্যালি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। রুম এয়ারে তার অক্সিজেন সিচুরেশন রয়েছে ৯৯ ভাগ। আগের রাতে ভালো ঘুম হয়েছে। স্বাভাবিকভাবেই সকালের নাস্তা এবং দুপুরের খাবার গ্রহণ করেছেন।’

বছরের শুরুতেই সৌরভ গাঙ্গুলি আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে। বছর শেষে তার শরীরে থাবা বসাল কোভিড-১৯ ভাইরাস। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দিন দুয়েক আগে সৌরভের সামান্য জ্বর আসে। এরপরই তার করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে রিপোর্ট পজিটিভ আসার পরই সৌরভকে কলকাতার উডল্যান্ড নার্সিং হোমে ভর্তি করা হয়।

২০২১ সালের শুরুতেই সৌরভ গাঙ্গুলির হার্টে ব্লকেজ ধরা পড়ে। ২ জানুয়ারি অসুস্থ হয়ে পড়ার পর, তাকে উডল্যান্ড হাসপাতালেই ভর্তি করা হয়। ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল, যেখানে স্টেন্ট বসানো হয়। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২০ দিনের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়েন সৌরভ। তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এবার আঘাত হানলো করোনা।

আপাতত বিসিসিআই সভাপতিকে কোভিড আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। সৌরভ গাঙ্গুলির চিকিৎসার জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা হলেন ডা. সরোজ মন্ডল, ডা. সপ্তর্শি বসু এবং সওতিক পান্ডা। এই তিনজনই খুব নিবিড়ভাবে তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।

হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠি ও আফতাব খানের পরামর্শও নেওয়া হচ্ছে। সোমবার রাতে তাকে মনক্লোনাল ককটেল অ্যান্টিবডির ডোজ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালেও সৌরভের শারীরিক পরীক্ষা করা হয়েছে।

ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া হয়েছে এরই মধ্যে। তাও করোনা আক্রান্ত হলেন সৌরভ। তাকে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রমণ করেছে কি না, তা এখনও জানা যায়নি। হাসপাতাল সূত্রে খবর, নতুন করে আর জ্বর আসেনি সৌরভের। তবে সর্দি রয়েছে। শরীরে অস্বস্তিও রয়েছে তার।

বিসিসিআই সভাপতিকে মাঝে মধ্যেই স্টিম দেওয়া হচ্ছে। দেওয়া হয়েছে ডক্সিসাইক্লিন। কাশির সমস্যা না থাকায় আপাতত সিটি স্ক্যান করা হচ্ছে না। ওমিক্রন রিপোর্টের অপেক্ষায় এখন সবাই। বৃহস্পতিবার রিপোর্ট হাতে আসার কথা রয়েছে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।