টস জিতে ব্যাটিংয়ে ব্যাঙ্গালুরু, প্রথম বলেই আউট কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৮ মে ২০২২

প্লে-অফের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১১ ম্যাচ খেলে ৬টিতে জয়, ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ৪ নম্বরে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ খেলেছে ১০ ম্যাচ। জয় ৫টিতে। ১০ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে তারা।

ব্যাঙ্গালুরু আজ জিততে পারলে শেষ চারের দৌড়ে নিজেদের অবস্থান নিরঙ্কুশ করে নিতে পারবে। অন্যদিকে হায়দরাবাদ জিতলে তারা চলে আসবে চতুর্থ স্থানে।

এমন সমীকরণ সামনে নিয়ে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি।

তবে, টস জিতে ব্যাট করতে নামার পর দুর্ভাগ্যকে বহণ করেই চলছেন বিরাট কোহলি। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মারলেন তিনি। জগদিশ সুচিথ প্রথম বলেই উইলিয়ামসনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন কোহলিকে।

এবারের আইপিএলে টানা বাজে ব্যাটিং করে যাচ্ছেন বিরাট কোহলি। তার এ ধরনের আরও ব্যর্থতার ইনিংস রয়েছে।

এ প্রতিবেদন লেখার সময় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর রান ৬.১ ওভারে ১ উইবেট হারিয়ে ৪৮। ২১ রান নিয়ে ডু প্লেসি এবং রজত পাতিদার ২৪ রান নিয়ে ব্যাট করছেন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।