টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২

অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকা, বিশ্বকাপের আগে আরেকটি টি-টোয়েন্টি সিরিজ ভারতের। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি ভারত আর দক্ষিণ আফ্রিকা।

থিরুভানান্তাপুরামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছেন স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

ভারত আজ একাদশে একসঙ্গে নিয়েছে দুই উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্ত আর দিনেশ কার্তিককে। হার্দিক পান্ডিয়া আর ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে।

মুখোমুখি দেখায় দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচে জয়-পরাজয় সমান সমান, দুটি করে। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, অর্শদীপ সিং।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ত্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, অ্যানরিচ নরকিয়া, তাবরেজ শামসি।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।