ভারতের বিপক্ষে রেকর্ড, সপ্তম উইকেটে দেশের দ্বিতীয় সেরা জুটি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২২

যেন অসাধ্য সাধন করে দেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ আর মেহেদি হাসান মিরাজ। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করতে নেমে ৬৯ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। একশ করাই কঠিন মনে হচ্ছিল তখন।

সেখান থেকে মাহমুদউল্লাহ আর মিরাজ মিলে গড়লেন ১৪৮ রানের অবিশ্বাস্য এক জুটি। যে জুটিতে ভর করে বাংলাদেশও পেলো ৭ উইকেটে ২৭১ রানের লড়াকু সংগ্রহ।

মিরাজ-মাহমুদউল্লাহর জুটিটি ওয়ানডেতে যে কোনো উইকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড। এই প্রতিপক্ষের বিপক্ষে এর আগে বাংলাদেশের রেকর্ড জুটিটি ছিল ১৩৩ রানের। ২০১৪ সালে ফতুল্লায় এনামুল হক বিজয় আর মুশফিকুর রহিম মিলে তৃতীয় উইকেটে গড়েছিলেন এই জুটি।

রেকর্ড হয়েছে আরও একটি। ওয়ানডেতে সপ্তম উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন মাহমুদউল্লাহ-মিরাজ।

এই উইকেটে টাইগারদের সবচেয়ে বড় জুটির মালিক হলেন আফিফ হোসেন ধ্রুব আর মেহেদি হাসান মিরাজ। এ বছরেরই ফেব্রুয়ারিতে আফগানদের বিপক্ষে এই জুটি সপ্তম উইকেটে তুলেছিলেন ১৭৪ রান।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।