‘উইকেটের নয়, রান কম হওয়ার কারণ ব্যাটারদের ব্যর্থতা’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

‘হোম অব ক্রিকেট’ শেরে বাংলার উইকেট নিয়ে সমালোচনা অনেকদিনের। স্লো ও লো পিচ। বল পড়ে স্লথ হয়ে আসে। উচ্চতাও থাকে কম। দেরিতে ব্যাটে আসার পাশাপাশি নিচে থাকার কারণে ফ্রি শটস খেলা কঠিন। অনেক বড় বড় ব্যাটারও এই মাঠে স্বচ্ছন্দে চার ও ছক্কার ফুলঝুরি ছোটাতে গিয়ে হিমশিম খেয়েছেন। রানের ফলগুধারাও বয় না তেমন।

যে কারণে স্কোরলাইন থাকে ছোট। আর সীমিত ওভারের ফরম্যাটে কম রান ওঠা মানেই খেলার আকর্ষণ কমে যাওয়া। শেরে বাংলায় বিপিএলের মত ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টও তাই জমে কম। প্রতিবার রান খরায় ভোগে দলগুলো। আকর্ষণ, উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বীতা সবই যায় কমে।

তাই বিপিএল এলেই উইকেট নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। তবে এবার বেশ কয়েক বছর পর শেরে বাংলাসহ বিপিএলের অন্য ভেন্যুর উইকেট নিয়ে সমালোচনা অনেক কম। এবার কি সমালোচনাটা একটু কম হচ্ছে? উইকেট নিয়ে কতটা স্বস্তিতে আপনারা?

আজ বুধবার বিসিবির সিনিয়র পরিচালক এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম এ প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে মাহবুব আনাম মানতে রাজি হননি যে, উইকেটের কারণেই রান কম হয়।

তার মনে হয়- উইকেটের জন্য নয়, রান কম হয় আসলে ব্যাটারদের কারণে। তিনি বলেন, ‘দেখুন, রান হওয়াটা ব্যাটারের ওপর নির্ভর করে। উইকেটের ওপর নয়।’

নিজে ক্রিকেটার ছিলেন। ঢাকার ক্লাব ক্রিকেটে ঢাকা মোহামেডান ও সূর্যতরুণের মত নামি ও বড় ক্লাবের হয়ে দীর্ঘদিন খেলেছেন। সে অভিজ্ঞতা থেকে তার মনে হয়, আসলে রান কম হলেই যে উইকেটের দোষ দেয়া হয়, সেটা ঠিক নয়।

তিনি বলেন, ‘আমি সব সময় বলে এসেছি। ক্রিকেটের সঙ্গে অনেকদিন ধরে আমি সম্পৃক্ত আছি, নিজেও ক্রিকেট খেলেছি। অতীতেও যখন খেলা হয়েছে, ফাইনালে এ মাঠে (মিরপুর) তামিম সেঞ্চুরি করেছে, অন্যদের থেকেও সেঞ্চুরি এসেছে। আমার মনে হয় এই লড়াইটা থাকা ভালো, উইকেট এবং ব্যাটের মধ্যে যে লড়াই। হয়তো বল জিতবে, না হয় ব্যাট জয়ী হবে।’

এবার বিপিএলে রান উঠছে। প্রায় সব খেলাই হচ্ছে হাই স্কোরিং। তা দেখে খুশি মাহবুব আনাম। তার সবচেয়ে বড় ভাল লাগার কারণ হলো দেশের তরুণ ব্যাটারদের ভাল খেলা। মাহবুব আনাম মনে করেন, তরুনদের ভাল খেলা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুব ভাল।

তিনি বলেন, ‘আমার সবেচেয় ভালো লাগছে, আমাদের কিছু তরুণ ব্যাটার, যারা ভালো করছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল মনে হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ডোমেস্টিক বিপিএলে আরও যারা আমাদের নতুন খেলোয়াড় সুযোগ পাবে এবং তারা যদি ভালো খেলে, তাহলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে।’

শুধু ব্যাটাররা ভাল খেললেই যদি উইকেটে রান ওঠে, তাহলে অতীতে যারা সমালোচনা করেছিল, তারা কি না বুঝেই করেছিল? এমন প্রশ্নের জবাবে মাহবুব বলেন, ‘আমার কাছে মনে হয় উত্তরটা এটাই আসবে। কারণ, সর্বাত্মক ক্রিকেটে উইকেটের সমালোচনা হয়। যখন ভারতে টেস্ট ম্যাচ দুই দিনে শেষ হয়, তখনও কেউ কিছু বলে না। এটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে।’

বিসিবি গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান উইকেটের সমালোচনা করার আগে কিছু আনুসঙ্গিক বিষয়ের দিকেও খেয়াল রাখার কথা বলেন, ‘প্রকৃতি শুধু উইকেট বানানোর সঙ্গে সম্পৃক্ত নয়, এটা আবহওয়ার সঙ্গেও সম্পৃক্ত। যখন কুয়াশা থাকে একরকম হবে, যখন গরম থাকে তখন এক রকম হবে। আমার মনে হয় যে, উইকেট নিয়ে যে আলোচনাগুলো হয় ওটা আনন্দের আলোচনা, সমালোচনার আলোচনা নয়।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।