সুজনের প্রশ্ন, হাথুরু থাকলে ব্যাটিং কোচ আর কী প্রয়োজন?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০১ মে ২০২৩

এরই মধ্যে জানা হয়ে গেছে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স আর জাতীয় দলের সঙ্গে নেই। তার মানে এখন ব্যাটিং কোচ নেই টিম বাংলাদেশের। সপ্তাহখানেক পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এমন এক অবস্থায় ব্যাটিং কোচ ছাড়া কিভাবে চলবে? এ স্বল্প সময়ের মধ্যে তো নতুন ব্যাটিং কোচ পাওয়াও যাবে না। তাহলে উপায় কি?

জাতীয় দলের সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন একটি উপায় খুঁজে দিয়েছেন। আজ বিকেলে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকের প্রশ্নর জবাবে আবাহনী কোচ সুজন বলেন, ‘হাথুরুতো নিজেই ব্যাটিং পরামর্শক। এতো লোকের দরকার কী আসলে!’

সুজন জানতে চান, ‘হাথুরুর কাজটা কী হবে আসলে? আমাদের বোলিং কোচ আছেন অ্যালান ডোনাল্ড। ফিল্ডিং কোচ আছেন, আমাদের স্পিন বোলিং পরামর্শক আছে। তাহলে হাথুর কাজটা কী তাহলে? হেড কোচ প্লাস ব্যাটিং কোচ ডেফিনিটলি। অবশ্যই ও স্পেশালিস্ট ওর ব্যাটিংয়েই।’

তিনি নিজে বিসিবির গেম ডেভোলপমেন্ট কমিটি প্রধান। আর জাতীয় দল ছেড়ে জেমি এখন গেম ডেভোলপমেন্টে কাজ করবেন। সেটাকে স্বাগতঃ জানিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘জেমিতো কাজ করতে চায় আমাদের জুনিয়র লেভেলে। আমাদের জন্য বড় একটা ব্যাপার। কারণ সে নিজেই চাচ্ছে। ও যদি কাজ করে, আমাদের যেটা মেইন দরকার প্লাটফর্মে। সেই জায়গায় জেমি যদি কাজ করে তাহলে বেটার রেজাল্ট পাবো আমি মনে করি।’

তাহলে সহকারী কোচ নিক পোথাসের কাজ কি হবে? সুজনের ব্যাখ্যা, ‘সে অ্যাসিস্ট করবে। ওর রোল ঠিক করবে হাথুরুসিংহে। পোথাস ফিল্ডিংয়েও স্পেশালিস্ট। হেল্প করবে। ওর যে এক্সপেরিয়েন্স সেটা হেল্প করবে অবশ্যই। আমাদের জন্য বড় কাজে লাগবে।’

নতুন ব্যাটিং পরামর্শক কে হবেন? এ প্রশ্নের জবাব জানা নেই সুজনের, ‘আমি একদম বলতে পারব না।’

আয়ারল্যান্ডের সাথে সিরিজের ফল কি হতে পারে? বিসিবি পরিচালক সুজনের আশাবাদী উচ্চারন, ‘বাংলাদেশ এই ফরম্যাটে এখন বেটার দল। আমি আসলে ৩-০ ছাড়া আর কিছু দেখছি না।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।