অধিনায়ক হিসেবে সুজনের প্রথম পছন্দ সাকিব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৫ আগস্ট ২০২৩

তামিম ইকবালের পরিবর্তে এশিয়া কাপ এবং বিশ্বকাপে কে হবেন বাংলাদেশ দলের অধিনায়ক? লিটন দাস নাকি সাকিব আল হাসান? এ কৌতূহলি প্রশ্ন এখন প্রতিটি ক্রিকেট ভক্তের মনে।

আজ শনিবার (৫ আগস্ট) বিকেলে একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বিসিবি পরিচালক ও টিম বাংলাদেশের সাবেক ‘ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজন। ‘অধিনায়ক হিসেবে কাকে পছন্দ করেন আপনি?’

এ প্রশ্নের উত্তরে খালেদ মাহমুদ সুজন জানিয়েন, সাকিব আল হাসানই তার প্রথম পছন্দ। তার বোধ এবং উপলব্ধি- অধিনায়কত্বের দৌড়ে সাকিব অনেক এগিয়ে। তার বুদ্ধি ও নেতৃত্বের অভিজ্ঞতা অনেক বেশি।

এমনটা জানালেও লিটনকেও খাটো করে দেখেননি সুজন। ‘যাই হোক, সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এখানে। সাকিবের মাথা (বুদ্ধি), অধিনায়কত্বের অভিজ্ঞতা অনেক বেশি; কিন্তু তারপরও আমি লিটনকেও ছোট করতে চাই না। কারণ লিটন অতীতে অধিনায়ক হিসেবে খুবই ভালো কাজ করেছে। লিটন দাস সিরিজ জিতিয়েছে ভারতের বিপক্ষে।’

তবে সুজনের মতো দলে সাকিব থাকলে তার কাঁধেই অধিনায়কত্বের আর্মব্যান্ড মানায়। ‘আমি মনে করি যে দলে সাকিব আছে, সে দলে এখন সাকিবকে (নেতৃত্ব) দেওয়াটাই ঠিক হবে। আর লিটন, শান্ত, মিরাজ এরাও তৈরি হবে। সামনে এদেরই (অধিনায়কত্বক) করতে হবে। এদের হাতেই আর্মব্যান্ড যাবে। তামিম, মুশফিকরা অবসর নিলে এরাই সিনিয়র হবে।’

‘তারপরও আমি বলি যে, লিটনকে দিলেও যে এটা সাকিবের জন্য ইস্যু হবে তা নয়। আমি সাকিবকে ব্যক্তিগতভাবে চিনি। আমার মনে হয় না, সাকিব এসব নিয়ে কিছু মনে করবে। সে উল্টো লিটনকে আরও বেশি সাহায্য করবে। এখন বোর্ড যদি মনে করে লিটন, এটাও কোনো সমস্যা নয়। আমার মনে হয় যে, লিটন যে প্রস্তুত নয়, তাও বলা ঠিক হবে না। সেও অভিজ্ঞ। এতদিন ধরে ঘরোয়া ক্রিকেট, জাতীয় দলে খেলছে, ওর অভিজ্ঞতাও অনেক ভালো। শেষে আমি যেটা বলি, যেহেতু ভারতের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, লিটনের কথা বারবার আসবে। তবে আমি মনে করি, এখনও সাকিব আছে যেহেতু, আমাদের খুব ভালো একটা চয়েজ আছে।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।