এশিয়া কাপে টাইগাররা ভালো না করলে অবাক হবেন খালেদ মাহমুদ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৫ আগস্ট ২০২৩

খালেদ মাহমুদ সুজন মনে করেন, এশিয়া কাপে বাংলাদেশের ভাল করা উচিৎ। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক ও বিসিবি পরিচালকের মূল্যায়ন, ‘বাংলাদেশ ক্যাপাবল।’ অর্থ্যাৎ, এশিয়া কাপে ভালো করার পর্যাপ্ত সামর্থ্য আছে বর্তমান দলটির।

সাকিবদের নিয়ে কথা বলতে গিয়ে আজ মঙ্গলবার দুপুরে শেরে বাংলায় বিসিবি গেম ডেভোলপমেন্ট কমিটি প্রধান ও জাতীয় দলের সাবেক টিম ডিরেক্টর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘বাংলাদেশ ক্যাপাবল। এশিয়া কাপে আমাদের ভালো করা উচিত। ভালো না করলেই বরং আমি আশ্চর্য হবো বেশি। আমরা ক্যাপাবল। যদিও সত্যি কথা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কেউই ছেড়ে দেওয়ার মতো দল নয়। সবাই শক্তিশালী দল।’

সুজন মনে করেন, বাংলাদেশ দল অনেক অভিজ্ঞ। অভিজ্ঞতার দিক থেকে অন্য দলগুলোর চেয়েও বাংলাদেশকে এগিয়ে রাখার পক্ষে তিনি। একই সঙ্গে পেস বোলিং ডিপার্টমেন্টটাও এখন তার অনেক বেশি আস্থার জায়গা।

তিনি বলেন , ‘আমি তো সবসময় বলি বাংলাদেশ এখন একটা পরিণত দল। এই ফরম্যাটে আমরা সবসময় ভালো খেলছিলাম। এখন অভিজ্ঞতার দিক থেকে আমরা অনেক এগিয়ে। যেটা বাংলাদেশের একটা প্রধান সমস্যা ছিল আমি মনে করতাম, পেস বোলিং।’

‘আমি মনে করি যেভাবে তাসকিন, শরিফুল, মোস্তাফিজ, হাসান, এবাদত উঠে এসেছে। আমরা এখন দারুন এক ক্রিকেট শক্তি আসলে। সঙ্গে মিরাজ, সাকিব, নাসুম যারাই আছে ওরা অনেক অভিজ্ঞ। ব্যাটিংয়ে অনেক অভিজ্ঞতা আছে দলে। তামিম থাকলে অবশ্যই ভালো হতো। কিন্তু দিনশেষে নির্বাচকরা যে দল দিয়েছে, সেটাই ধরে নিতে হবে সেরা দল। সেটার প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। আমি আত্মবিশ্বাসী ভালো কিছু করতে পারবো।’

এআরবি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।