শরিফুলের বলে বোল্ড হেন্ডরিক্স, ফন ডার ডুসেনকে ফেরালেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩

দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই ক্যাচ দিয়েছিলেন রিজা হেন্ডরিক্স। দক্ষিণ আফ্রিকান ওপেনারকে ক্যাচ দিতে বাধ্য করেছিলেন মেহেদী হাসান মিরাজ; কিন্তু প্রথম স্লিপে দাঁড়ানো তানজিদ হাসান তামিম বলটিকে হাতের তালুতে জমিয়ে রাখতে পারেননি। যার ফলে শুরুতেই ব্রেক থ্রু পাওয়া থেকে বঞ্চিত হলো বাংলাদেশ।

কিন্তু সেই ব্রেক থ্রু আসতে খুব বেশি সময় লাগলো না। ৭ম ওভারের প্রথম বলেই সেই একই ব্যাটার রিজা হেন্ডরিক্সকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে দিলেন পেসার শরিফুল ইসলাম। শরিফুলের ফুল লেন্থের বল ড্রাইভ করতে চেয়েছিলেন রিজা। কিন্তু বলের গতি মিস করেন তিনি। সোজা গিয়ে স্ট্যাম্পে আঘাত হানে সেটি।

দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রিজা হেন্ডরিক্সের উইকেট নিয়ে শরিফুল যে ড্যান্স দিলেন, তা নিশ্চিত চোখে লেগে থাকবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের।

দ্বিতীয় উইকেট পেতেও খুব বেশি অপেক্ষা করতে হলো না। অষ্টম ওভারের ৫ম বলে এবার এলবিডব্লিউর শিকার হলেন আরেক মারকুটে প্রোটিয়া ব্যাটার রাশি ফন ডার ডুসেন। মিরাজের স্ট্রেইট বল মিস করেন ডার ডুসেন। বল সোজা আঘাত হানে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। রিভিউও নিতে সাহস পেলেন না প্রোটিয়া এই ব্যাটার। ৩৬ রানে পড়লো দ্বিতীয় উইকেট।

এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৬। ২২ রান নিয়ে ব্যাট করছেন কুইন্টন ডি কক এবং তার সঙ্গী হিসেবে রয়েছেন অধিনায়ক এইডেন মার্করাম।

এর আগে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ডরিক্স, রাশি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশভ মাহারাজ, কাগিসো রাবাদা এব লিজাড উইলিয়ামস।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।