ভারতকে হটিয়ে টেস্টে ফের এক নম্বর অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪

বিশ্বকাপ ফাইনালে হারলেও গত বছর সবমিলিয়ে দারুণ কেটেছে ভারতের। ফলে তিন ফরম্যাটেই শীর্ষে ছিল তারা। তবে নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ শুনতে হলো রোহিত শর্মাদের।

আইসিসি র্যাঙ্কিংয়ে ভারতকে টপকে টেস্টের এক নম্বর স্থানটি দখলে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রায় ছয় মাস পর শীর্ষে ফিরলো প্যাট কামিন্সের দল।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ চলছে অস্ট্রেলিয়ার। এরই মধ্যে প্রথম দুই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করেছে তারা। তৃতীয় টেস্টেও আছে ভালো অবস্থানে।

তার আগেই শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেছে অসিদের। টেস্ট র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদের আগে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলেরই রেটিং ছিল ১১৮ করে। পয়েন্ট বেশি থাকার সুবাদে র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল ভারত।

তবে রোহিত শর্মার দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই টেস্টের সিরিজ ১-১ ড্র করায় রেটিং এক (১১৭) কমেছে। ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা অস্ট্রেলিয়া এক নম্বরে উঠে এসেছে।

১১৫ রেটিং নিয়ে ইংল্যান্ড আছে তিন নম্বরে। চারে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১০৬। পাঁচে নিউজিল্যান্ড (৯৫), ছয়ে পাকিস্তান (৯২), সাতে শ্রীলঙ্কা (৭৯), আটে আছে ওয়েস্ট ইন্ডিজ (৭৭)।

৫১ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই নয় নম্বরে আছে বাংলাদেশ। পরের অবস্থানে থাকা জিম্বাবুয়ে বেশ পিছিয়ে (৩২)। এগার নম্বরে থাকা আফগানিস্তানের ১০ রেটিং পয়েন্ট আর ১২তম অবস্থানে থাকা আয়ারল্যান্ডের রেটিং ০।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।