ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’ বললো আইসিসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০৯ জানুয়ারি ২০২৪

কেপটাউন টেস্টে প্রথম দিনেই পড়েছিল ২৩ উইকেট। দুইদিনে শেষ হওয়া সেই টেস্টটি জেতে ভারত। তবে ম্যাচ জিতলেও খেলা শেষে পিচ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

রোহিত শর্মার অভিযোগ ছিল, ভারতে স্পিন সহায়ক পিচ বানানো হলে সেটি নিয়ে খুব সমালোচনা হয়, কিন্তু দেশের বাইরে পেস সহায়ক পিচ নিয়ে কথা হয় না। এই ব্যাপারে আইসিসি এবং ম্যাচ রেফারি দ্বিচারিতা দেখায়, এমন অভিযোগও তুলেন তিনি।

এবার অবশ্য রোহিতের অভিযোগ টিকছে না। কারণ এরই মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার কেপটাউন টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি।

সেইসঙ্গে নিউল্যান্ডে সিরিজের দ্বিতীয় টেস্টের এই পিচকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। যদি একটি ভেন্যু পাঁচ বছরের মধ্যে ছয়টি ডিমেরিট পয়েন্ট পায়, তবে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকবে সে ভেন্যু।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।