জিম্বাবুয়ে সিরিজে টেস্ট বাদ দিয়ে শুধুই টি-টোয়েন্টি?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৯ জানুয়ারি ২০২৪

আগামী মে মাসে ২ টেস্ট আর ৫টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ের। সেই সফরে ২ টেস্টের সিরিজ বাতিলের চিন্তাভাবনা চলছে, গত দুদিন ক্রিকেট পাড়ায় এমন গুঞ্জন শোনা গেছে।

সত্যিই বাংলাদেশ সফরে ২ টেস্টের সিরিজ না খেলে কেবল ৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুইয়ানরা? আজ মঙ্গলবার দুপুরে সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিসিবির ক্রিকেট অপস চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বিষয়টা শুধুই গুঞ্জন নয়। সত্যতা আছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। কথা চলছে। আলাপ আলোচনার পর্যায়ে আছে।

জালালের ব্যাখ্যা, ‘এটা কনফার্ম না। এখানে দুটি টেস্ট, তারপরে ৫টি টি-টোয়েন্টি। এখানে পাঁচটা টি-টোয়েন্টি খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নেইনি। আমরা চাইবো টেস্ট কমানো যায় কিনা। তাহলে এটা আমরা অন্য জায়গায় শিফট করতে পারি।’

‘আমরা এখন আনঅফিসিয়ালি বলতে পারি যে, চেষ্টা করছি। অফিসিয়ালি পরে আমরা বলতে পারব। জিম্বাবুয়ের সঙ্গে এখন পর্যন্ত আমরা সফরসূচি নিয়ে চুক্তি সই করিনি। এজন্য এই মুহূর্তে বলা মুশকিল। করলে পরে শিফট করা হবে। তবে এখনও নিশ্চিত না। যেহেতু পরে- শ্রীলঙ্কা সিরিজের পরে জিম্বাবুয়ে; তাই সময় আছে।’

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।