একাই ৭ উইকেট হাসারাঙ্গার, জিম্বাবুয়ে অলআউট ৯৬ রানে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১১ জানুয়ারি ২০২৪

ইনজুরি থেকেই ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং করলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওয়ানডে ইতিহাসের পঞ্চম সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে গুটিয়ে দিলেন মাত্র ৯৬ রানে।

কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাত্র ১৯ রান দিয়ে একাই ৭ উইকেট নিয়েছেন লঙ্কান এই লেগস্পিনার। জিম্বাবুয়ে অলআউট হয়েছে ২২.৫ ওভারে।

বিনা উইকেটে ৪৩ রান তোলা জিম্বাবুয়ে তাদের ১০টি উইকেট হারিয়েছে আর ৫৩ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি ওপেনার জয়লর্ড গুম্বির (২৯)। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ২ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। শেষ ওয়ানডেটি তাই সিরিজ নির্ধারণী।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।