আসালাঙ্কা-ম্যাথিউজের ব্যাটে

বিপদ কাটিয়ে চ্যালেঞ্জিং পুঁজি শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২৪

কলম্বোতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সুযোগ ছিল শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে দেওয়ার। সেটা আর হলো না।

চারিথ আসালাঙ্কা আর অ্যাঞ্জেলো ম্যাথিউজের ব্যাটে বিপর্যয় কাটিয়ে চ্যালেঞ্জিং পুঁজিই গড়ে ফেলেছে স্বাগতিকরা। ৬ উইকেটে তারা তুলেছে ১৭৩ রান।

অথচ টস হেরে ব্যাট করতে নেমে ২৭ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল লঙ্কানরা। সেখান থেকে আসালাঙ্কা আর ম্যাথিউজের ৭৯ বলে ১১৮ রানের মারকুটে জুটি।

আসালাঙ্কা ৩৯ বলে ৫ চার আর ৩ ছক্কায় খেলেন ৬৯ রানের ইনিংস। ৫১ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন ম্যাথিউজ। এই ইনিংসে ৬টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকান তিনি।

জিম্বাবুয়ের ব্লেসিং মুজারবানি আর লুক জঙউই নেন দুটি করে উইকেট।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।