বাংলাদেশ প্রিমিয়ার লিগ

জয়ে ফিরলো আবাহনী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা উদ্ধার আবাহনীর জন্য কঠিন চ্যালেঞ্জ। প্রথম ৫ ম্যাচে ৮ পয়েন্ট হারিয়ে অনেকটাই ব্যাকফুটে সর্বাধিক ৬বারের চ্যাম্পিয়নরা। পঞ্চম রাউন্ডে বসুন্ধরা কিংসের কাছে হারের পরই মূলতঃ সম্ভাবনা ফিকে হয়ে যায় আকাশি-নীলদের। শুক্রবার ষষ্ঠ রাউন্ডে পুলিশ ফুটবল ক্লাবকে ২-১ হারিয়ে জয়ে ফিরেছে ক্রুসিয়ানির দল।

ময়মনসিংহে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর আবাহনী আত্মঘাতী গোলে বিপদে পড়েছিল। তবে পুলিশ ওই সুযোগ কাজে লাগাতে পারেনি। নিজেরা আর গোল করতে না পারায় ম্যাচেও ফিরতে পারেনি।

শিরোপা লড়াইয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আবাহনীর বাকি সব ম্যাচ জিততে হবে। আবাহনী তা পারবে কিনা তা সময়ই বলে দেবে। পুলিশের বিপক্ষে ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো ৬ বারের চ্যাম্পিয়নরা।

১২ মিনিটে জোনাথ ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় আবাহনী। ১-০ গোলে লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে আবাহনী ব্যবধান দিগুণ করে ৫১ মিনিটে। মোহাম্মদ রিদয়ের গোলে আবাহনীর স্বস্তি বাড়লে ১৪ পর অস্বস্তিও ফিরে এসেছিল আসাদুজ্জামান বাবলুর আত্মঘাতীয় গোলে।

তবে পুলিশ আবাহনীর পথে কাঁটা হতে পারেনি। হেরে যায় ২-১ গোলে। ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয়ে ১০ পয়েন্ট নিয়ে মোহামেডানের পরেই এখন অবস্থান আবাহনীর। ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান, ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে গোলশূন্য রুখে দিয়ে চলতি প্রিমিয়ার লিগে টানা ৬ ড্র নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে। সপ্তম স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।