নিউজিল্যান্ডের পাহাড়সম রানের চাপে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

অর্থ আয়ের জন্য ঘরোয়া ফ্র্যাঞ্জাইজি খেলতে দেশেই রয়ে গেছে দক্ষিণ আফ্রিকার বড় তারকারা। অর্বাচীন-অনভিজ্ঞ দল পাঠালেন নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে টেস্ট খেলতে। ফলাফল যা হওয়ার, তাই হলো। এক ম্যাচে ৬ জনের অভিষেক হয়েছে যেখানে, সেই ম্যাচে প্রোটিয়ারা কেমন খেলবে সেটা ছিল অনুমিতই। হলোও তাই।

রাচিন রাবিন্দ্রার ব্যাট-বৈঠার ঢেউয়ের আঘাতে দক্ষিণ আফ্রিকার তরি কাঁপছে ক্ষণে-ক্ষণে। কেন উইলিয়ামসনের সেঞ্চুরি আর রাবিন্দ্রার ডাবল-সেঞ্চুরির উপর ভর করে নিউজিল্যান্ডের তোলা পাহাড়সম রানের সামনে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ৮০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে ধুঁকতে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা।

নিউজিল্যান্ডের ৫১১ রানের জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা এখনও পিছিয়ে আছে ৪৩১ রানে। ২৯ রানে ডেভিড বেডিংহ্যাম আ কিগান পিটারসন অপরাজিত আছেন ২ রানে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর ২৩২ রানের জুটি করে প্রথম দিনের খেলা শেষ করেন রাবিন্দ্রা ও উইলিয়ামসন। দুইজনেই করেন সেঞ্চুরি। উইলিয়ামসন ১১২ রানে আর রাবিন্দ্রা অপরাজিত ছিলেন ১১৮ রানে।

আজ রোববার ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি উইলিয়ামসন। যোগ করেন কেবল ৬ রান। ২৮৯ বলে ১১৮ রানের ইনিংস খেলে রুয়ান ডি সোয়াডর্টের বলে আউট হন তিনি। কিন্তু খেলা চালিয়ে যান রাবিন্দ্রা। ২৭০ বলে করেন ১৫০ রান। আর ২০০ রানের মাইলফলকে যেতে খেলেছেন ৩৪০ বল।

এছাড়া ৪২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। ৭৫ বলে ৩৪ রান করেন ড্যারিল মিচেল। অবশেষে নিউজিল্যান্ডের ইনিংস থামে ৫১১ রানে।

 

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ডের ১ম ইনিংস: ৫১১ রান। (রাচিন রাবিন্দ্রা ২৪০, কেন উইলিয়ামসন ১১৮, গ্লেন ফিলিপস ৩৯, ড্যারিল মিচেল ৩৪, টম ল্যাথাম ২০, টম ব্লান্ডেল ১১; নেইল ব্র্যান্ড ৬/১১৯, রুয়ান ডি সোয়ার্ট ২/৬১)।

দক্ষিণ আফ্রিকার ১ম ইনিংস: ৮০/৪। (ডেভিড বেডিংহাম ২৯*, এডওয়ার্ড মুর ২৩, যুবায়ের হামজা ২২, নেইল ব্র্যান্ড ৪; কাইল জেমিসন ২/২১)।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।