সাকিবের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত হয়েছে: বিসিবি সভাপতি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ওয়ানডে বিশ্বকাপে অধিনায়ক হওয়ার সময়ই বলেছিলেন, বিশ্বকাপের পর একদিনও নেতৃত্বে থাকবেন না। তবে সাকিব আল হাসান তিন ফরম্যাটেরই নেতৃত্ব ছাড়বেন নাকি শুধু ওয়ানডেতে, সেটি পরিষ্কার ছিল না।

অবশেষে তিন ফরম্যাটেই নেতৃত্ব ছাড়লেন সাকিব। আজ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবের বদলে তিন ফরম্যাটে অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

নেতৃত্ব ইস্যুতে সাকিবের সঙ্গে কথা বলেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে জানিয়ে পাপন বলেন, ‘সাকিবের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত হয়েছে।’

সাকিব কেন অধিনায়কত্ব করবেন না, সেই ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিবের চোখে সমস্যা। তার খেলা পুরো নিশ্চিত নয়। তাই শান্তকে ফুলটাইম ক্যাপ্টেন দেওয়া।’

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।