খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম থেকে
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

বিপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স আর খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।

রংপুর রাইডার্স ৮ ম্যাচের ৬টিই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে ৭ ম্যাচে ৪ জয়ে পাঁচ নম্বরে এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্স।

খুলনা একাদশ
এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, হাবিবুর রহমান সোহান, অ্যালেক্স হেলস, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাহিদ রানা, নাহিদুল ইসলাম, লুক উড, আকবর আলি, নাসুম আহমেদ।

রংপুর একাদশ
রনি তালুকদার, রিজা হেনড্রিকস, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, জিমি নিশাম, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ, রিপন মন্ডল, ডোয়াইন প্রিটোরিয়াস, ইমরান তাহির।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।