লিপুকে অভিনন্দন নান্নু ও বাশারের

এই পদে গালি খেতে হবে, জানা আছে নতুন প্রধান নির্বাচকের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর নির্বাচক হাবিবুল বাশার সুমন বাংলাদেশ জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে অভিনন্দন জানিয়েছেন। লিপু নিজেই দিয়েছেন এ তথ্য।

আজ মঙ্গলবার শেরে বিসিবিতে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে লিপু জানান, ‘আমার এই পদে (প্রধান নির্বাচক ) নিয়োগ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি (নান্নু) আমাকে কনগ্রাচুলেট করেছেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। সুমনও আমাকে কনগ্রাচুলেট করেছে।’

নিজের খেলোয়াড়ি জীবনের উদাহরন টেনে লিপু বোঝানোর চেষ্টা করেন যে, তার মনে হয় না দল নির্বাচনের কাজ খুব কঠিন হবে।

আবাহনীর হয়ে খেলা সময়ে প্রধান ও চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান সমর্থকদের রোষানলে পড়তে হতো সবসময়। সেই সময়ের উদাহরণ টেনে লিপু বোঝানোর চেষ্টা করেন, প্রধান নির্বাচক পদে কাজ করতে গিয়েও হয়তো নানা গালমন্দ ও সমালোচনার সম্মুখীন হতে হবে। যা শোনার পূর্ব অভিজ্ঞতা তার আছে।

লিপু বলেন, আমরা যখন ঘরোয়া ক্রিকেট খেলতাম, তখন অনেক দর্শক আসতো। প্রতিদিনই আমাদের গালি খেতে হতো। শুধু চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান সমর্থকরাই গালাগালি করতো এমন নয়। হেরে গেলে আমাদের ( আবাহনীর) সমর্থকরাও গালমন্দ করতো।’

লিপু যোগ করেন, ‘আমরা যে পদে থাকব সেখানেও খেতে হবে (গালি)। আমি যদি আমার বিবেকের কাছে ক্লিয়ার থাকি, মনে হয় এটা খুব কঠিন ব্যাপার না।’

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।