বাস-ট্রেনে ওঠার লড়াই থেকে শিক্ষা নিয়েই সফল জয়সওয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

বাসে কিংবা ট্রেনে ওঠতে গেলে কতটা লড়াই করতে হয়, ঘনবসতিপূর্ণ শহরের মানুষরাই কেবল সেটি বুঝতে পারবেন। আর সেই লড়াই থেকেই অনুপ্রেরণা নিয়ে নিজের ক্রিকেটীয় জীবনে সফলতা দেখাচ্ছেন ভারতের ওপেনার যসস্বি জসওয়াল।

ইংল্যান্ডের বিপক্ষে রাজকোটে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জয়সওয়াল। ১৪ চার ও ১২টি ছক্কায় ২১৪ রান করেন তিনি। এক ইনিংসে ১২ ছক্কা হাঁকিয়ে ২৮ বছর আগে পাকিস্তানের ওয়াসিম আকরামের রেকর্ডে ভাগ বসান তিনি।

১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেন ওয়াসিম। ওই ম্যাচে অষ্টম উইকেটে সাকলাইন মুশতাককে সঙ্গে নিয়ে ৩১৩ রানের জু্টি করে পাকিস্তানকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। একাই হাঁকান ১২টি ছক্কা। আজ ওয়াসিমের সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন জয়সওয়াল।

এছাড়া এই ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের ছক্কা হাঁকানোর রেকর্ডও ভাঙেন এই জয়ওয়াল। তার আগে এক ইনিংসে সর্বোচ্চ নভজত সিধু হাঁকিয়েছিলেন ৮টি ছক্কা।

এটি জসওয়ালের ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল-সেঞ্চুরি। ভারতের তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুুরি হাঁকানোর কীর্তি গড়েন এই বাঁহাতি ব্যাটার।

কিন্তু এত কম বয়সেই কিভাবে এত বড় রানের ইনিংস খেলেন জয়সওয়াল? ক্রিকেটপ্রেমীদের মনে সেই প্রশ্ন জাগাটা খু্বই স্বাভাবিক। যে কারণেই জয়সওয়ালের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। আর সেই প্রশ্নের উত্তর অকপটেই দিয়েছেন জয়সওয়াল।

ভারতের সরকারি সম্প্রচারকারী সংস্থা জিয়ো সিনেমায় তারকা ওপেনার জানান, যে কোনো কিছু অর্জনের জন্য ভারতের মানুষকে কঠোর পরিশ্রম করতে হয়। বাসে বা ট্রেনে ওঠার সময়ও কঠিন লড়াই করতে হয়। করতে হয় পরিশ্রম। আর সেখান থেকেই লড়াই করতে শিখে গিয়েছেন জয়সওয়াল। যে কারণেই সেঞ্চুরি হাঁকানোর পরই দমে যান না ২২ বছর বয়সী ভারতীয় তরুণ ক্রিকেটার।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।