নিয়ম রক্ষার ম্যাচে কুমিল্লার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

বিপিএলে এরইমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে সিলেট স্ট্রাইকার্সের। আজ তাদের কেবল নিয়ম রক্ষার ম্যাচ। অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে এই ম্যাচটির গুরুত্ব অনেক। কারণ, আজকের ম্যাচটি জিততে পারলেই প্লে অফে জায়গা নিশ্চিত হয়ে যাবে লিটন দাসের দল।

আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কয়েন নিক্ষেপে জিতেছেন সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিথুন। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে কুমিল্লা। আজকের ম্যাচ বাদ দিয়ে তাদের আরও দুটি ম্যাচ রয়েছে। এর মধ্যে যেকোনো একটি ম্যাচ জিততেই পারলেই প্লে অফের টিকিট হাতে পায়ে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।

সিলেটের সঙ্গে বাদ পড়ার তালিকায় আছে দুর্দান্ত ঢাকা। টানা ১১ ম্যাচে হেরে সবার আগে বিদায় নিশ্চিত করেছে তারা।

সিলেট স্ট্রাইকার্স একাদশ

মোহাম্মদ মিথুন (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সামিত প্যাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী, শফিকুল ইসলাম, সানজামুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ

লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহিদ হৃদয়, জনসন চার্লস, জাকের আলী, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, রিশাদ হোসেন, মুসফিক হাসান, আলিস ইসলাম।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।