বরিশালের প্লে অফ ‘নিশ্চিত’

লিগপর্বে আজ শেষ দুই ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতা!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

তিন দল চূড়ান্ত হয়ে গেছে আগেই। ফরচুন বরিশালেরও শেষ চারে থাকা বলতে গেলে নিশ্চিতই। বিপিএল প্লে-অফের আগে আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের লিগ পর্বের শেষ দুটি ম্যাচ কি শুধুই আনুষ্ঠানিকতার?

দিনের প্রথম ম্যাচে দুপুর দুইটায় ফরচুন বরিশাল মোকাবেলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এই ম্যাচে কুমিল্লা জিতলে রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট তালিকার ১ নম্বরে উঠে যেতে পারে। যদিও সেটা প্লে অফে কোনো প্রভাব ফেলবে না।

অন্যদিকে ফরচুন বরিশাল এই ম্যাচ হারলেও তারা ঠিকই শেষ চারে থেকে লিগ পর্ব শেষ করবে। বরিশালের নেট রানরেট ০.৪৩৪, খুলনা টাইগার্সের -০.৪০০। ফলে খুলনা আজ তাদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতে গেলেও রানরেটের কারণে বাদ পড়া প্রায় নিশ্চিত।

বর্তমানে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট ফরচুন বরিশালের। আজ জিতলে তারা চট্টগ্রামের সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকার সুবাদে তিনে উঠবে। যদিও তা প্লে অফে বাড়তি সুবিধা দেবে না।

পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়ারে লড়বে। তিন আর চার নম্বর দল খেলবে এলিমিনেটরে। সেখান থেকে একটি দল বাদ পড়বে। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল উঠে যাবে ফাইনালে, পরাজিত দল লড়বে এলিমিটরে জয়ী দলের সঙ্গে। বিপিএলের ফাইনাল ১ মার্চ।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।