দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
ছবি- সংগৃহীত

টানা দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারলো রংপুর রাইডার্স। কাকতালীয়ভাবে দুই ম্যাচেরই ফল কুমিল্লার ৬ উইকেটে জয়।

তবে আগের ম্যাচটি গ্রুপপর্বের গুরুত্বহীন হলেও এবারের হারটি রংপুর রাইডার্সের জন্য বড় ধাক্কা। কেননা গ্রুপপর্বে শীর্ষে থাকা দলটির জন্য এটি ছিল কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচে তাদের হারিয়ে ফাইনালে উঠে গেছে কুমিল্লা।

রংপুর আজ (সোমবার) হেরে যাওয়ায় তাদের সামনে শেষ আরেকটি সুযোগ। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে নাম লিখিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। বুধবার ফাইনালে ওঠার শেষ লড়াইয়ে মুখোমুখি হবে বরিশাল-রংপুর।

ফলে এবারের বিপিএলে আরও একবার এবং আসরে শেষবারের মতো সাকিব-তামিমের দ্বৈরথ দেখতে পারবেন সমর্থকরা এবং যে কোনো একজনের ফাইনালের আগে বিদায়ও নিশ্চিত।

এমএমআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।