সন্ধ্যায় রংপুরের খেলা, বিকেলে দল বদল সাকিবের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

তিনি ছাড়া পঞ্চপাণ্ডবের বাকি চারজনের কেউ দল বদল করছেন না। তাই দলবদলের আনুষ্ঠানিকতার কোনোই দরকার নেই। যেহেতু সাকিব দল পাল্টাচ্ছেন, তাই তারই শুধু আনুষ্ঠানিকতার প্রয়োজন ছিল। বুধবার দলবদলের সেই আনুষ্ঠানিকতা সেরেছেন সাকিব আল হাসান।

বুধবার দুপুর গড়িয়ে বিকেল নামতেই দল পাল্টে মোহামেডান ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দিলেন সাকিব। আজ সন্ধ্যায় বিপিএলের কোয়ালিফায়ার টু‘তে ফরচুন বরিশালের বিপক্ষে বাঁচামরার লড়াই, এর মধ্যে বিকেলে দলবদল নিয়ে ব্যস্ত সাকিব?

একটু গোলমেলে ঠেকছে তাই না? নাহ, অবাক হওয়ারর কিছুই নেই। দলবদলের আনুষ্ঠানিকতা সাড়তে সাকিব সশরীরে সিসিডিএম কার্যালয়ে আসেননি। আসার দরকারও পড়েনা। আজকাল অনলাইনেই দলবদল করা যায়। সাকিব তাই করেছেন। বিকেল সাড়ে ৩টা নাগাদ অনলাইনে দল বদলের আনুষ্ঠানিকতা সারেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এদিকে সিসিডিএম সম্পাদক আলী হোসেন জাগো নিউজকে জানিয়েছেন, সাকিব ছাড়া আর কোনো বড় তারকা আজ বুধবার দলবদলের প্রথম দিন অংশ নেননি।

ধারণা করা হচ্ছে, সশরীরে উপস্থিত হয়েই হোক কিংবা অনলাইনে; আগামীকাল বৃহস্পতিবার এবারের প্রিমিয়ার লিগের দলবদলের দ্বিতীয় ও শেষ দিন তারকারা অংশ নেবেন।

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।