রোহিত-কোহলিকেও ঘরোয়ায় খেলতে বললেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

ঘরোয়া খেলা নিয়ে কঠিন সব সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। দেশের ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে খেলতে রাজি না হওয়ায় কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাই করা হয়েছে ইশান কিশান ও শ্রেয়াস আয়ারকে।

এছাড়া রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো ক্রিকেটাদেরও ঘরোয়ায় খেলা উচিত বলে মনে করেন ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ।

কীর্তি বলেন, ‘এটি বোর্ড পরিচালকদের) খুব ভালো একটি পদক্ষেপ। প্রত্যেকেরই রঞ্জি ট্রফি ক্রিকেট খেলা উচিত। তবে বর্তমানে আইপিএলের উপর জোর দেওয়া হচ্ছে। এটা ভালো, এটা বিনোদনমূলক কিন্তু আসল ক্রিকেট হলো (পাঁচ) দিনের ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটে খেলা ভালো, এটি আপনাকে খেলার সঙ্গে সংযুক্ত রাখে।’

রোহিত-কোহলিকে উদ্দেশ করে কীর্তি বলেন, ‘কিন্তু যখনই আপনারা অবসরে থাকেন, এমনকি আপনি একজন রোহিত শর্মা বা বিরাট কোহলি হলেও, আপনার ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। সেই (রাষ্ট্র) আপনাকে একজন খেলোয়াড় হওয়ার, নির্বাচিত হওয়ার এবং তারপর দেশের হয়ে খেলার সুযোগ দিয়েছে।’

তবে শুধু আয়ার ও কিশানকে নয়, যারা ঘরোয়া খেলবে না, সবাইকেই শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন কীর্তি। তিনি বলেন, ‘শুধু দুইজনকে শাস্তি দেওয়া ঠিক নয়। আমি মনে করি, সবাইকে শাস্তি দেওয়া উচিত। সবাইকে একই আয়না দিয়ে দেখা উচিত।’

এ সময় ভারতীয় ক্রিকেটাররা কেন ঘরোয়া খেলতে চান না সেটি নিয়েও প্রশ্ন তোলেন কীর্তি। তিনি দেখিয়েছেন, জাতীয় দলের খেলা না থাকলে ইংল্যান্ডের ক্রিকেটাররা স্বেচ্ছায় ঘয়োয়া ক্রিকেটে খেলেন।

 কীর্তি বলেন, ‘ঘরোয়া (ইংল্যান্ডের) ক্রিকেটের দিকে তাকান। এখানে ২০টির বেশি দল রয়েছে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের পাশাপাশি অসংখ্য তিন দিনের এবং চার দিনের খেলা রয়েছে। প্রত্যেক খেলোয়াড় সেখানে জড়িত। যদি কোনো খেলোয়াড় টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ে যায়, তাহলে ঘরোয়া ক্রিকেটে খেলতে চলে যায়। ’

 

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।