সাংবাদিক বোনের প্রশ্ন, জাকেরের জবাব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৪ এএম, ০৫ মার্চ ২০২৪

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে এক নারী সাংবাদিক প্রশ্ন করলেন জাকের আলি অনিকেকে। জবাবটা জাকের শুরু করলেন, ‘আপু’ সম্বোধন করে।

বোন তার সাংবাদিক, পেশাদার জায়গা থেকে প্রশ্নটা করেছেন। কিন্তু জাকের এতদিনের আদুরে ডাক এক মুহূর্তে বদলে ফেলবেন কীভাবে!

ব্যাপারটা খোলাসা করা যাক। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে ‘অভিষেক’ টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৬৮ রানের এক ইনিংস খেলে আলোচনায় জাকের আলি। অনেকেই হয়তো জানেন না, তার আপন বোন সাংবাদিক। নাম শাকিলা ববি।

জাকেরের বোন কাজ করেন একটি জাতীয় দৈনিকের সিলেট প্রতিনিধি হিসেবে। ভাইয়ের স্মরণীয় এক দিনে তিনি প্রশ্ন করলেন, ‘যেহেতু সিলেটের ছেলে আপনি, ঘরের মাঠে আপনি পারফর্ম করলেন; যারা দর্শক ছিল, সবাই আপনার নাম ধরে চিৎকার করছিল, কেমন উপভোগ করলেন?’

শুরুতে আপু ডেকে ভাই জাকিরের উত্তর, ‘আমি সবসময় সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকও এখানে। উইকেট খুব ভালো ছিল। সবকিছুই ঠিক ছিল, যদি ম্যাচটা জিততে পারতাম আরও ভালো লাগতো।’

বোন প্রশ্ন করলেন, ভাই দিলেন উত্তর। সংবাদ সম্মেলনে এমন ঘটনা বিরল। জাকের কতটা গর্বিত? উত্তরে বললেন, ‘এটা গর্বের বিষয় অবশ্যই। সবই আল্লাহর মেহেরবানি।’

জাকেরের বোন শাকিলা ববি সোমবার কন্যা সন্তান নিয়ে প্রেসবক্সে বসেই খেলা দেখেছেন। শাকিলার স্বামী মামুন হোসেন একটি পত্রিকার ফটোসাংবাদিক। শাকিলা আবার ছিলেন হবিগঞ্জ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

জাকেরের পরিবারকে ক্রীড়া পরিবার বলা যায়। জাকের স্ত্রী নাফিসা তাবাসসুমও জাতীয় পর্যায়ের আরচার।

এমএমআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।