পাকিস্তান ক্রিকেট এভাবে চলতে পারে না, রেগে লাল ইনজামাম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৫ মার্চ ২০২৪

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পদগুলো যেন মিউজিক্যাল চেয়ার। আজ একজন তো কদিন পরেই আরেকজন। কখন কে বাদ পড়বেন, কে দায়িত্ব পাবেন বলা মুশকিল। এবার বোর্ডের লাগামছাড়া আচরণ আর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সাবেক অধিনায়ক, প্রধান নির্বাচক ও কোচ ইনজামাম উল হক।

মোহাম্মদ হাফিজকে টিম ডিরেক্টর নিয়োগ দিয়ে দুই সিরিজের বেশি অপেক্ষা করতে পারেনি বোর্ড। নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি এবং অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারের পর হাফিজকে সরিয়ে দেওয়া হয় পদ থেকে।

ইনজামাম মনে করছেন, প্রশাসনিক পদের জন্য সাবেক খেলোয়াড়দের ‘টার্গেট’ করা অনুচিত। পাকিস্তানের স্থানীয় টিভি চ্যানেলে ইনজামাম সাক্ষাৎকার দিতে গিয়ে প্রশ্ন তুলেছেন, ‘হাফিজকে টিম ডিরেক্টরের পদ থেকে অপসারণ করা হলেও, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের পর ওয়াহাব রিয়াজকে প্রধান নির্বাচক হিসেবে বহাল রাখার কারণ কেউ কি ব্যাখ্যা করতে পারবেন?’

ইনজামামের যুক্তি, হাফিজকে টিম ডিরেক্টর এবং ওয়াহাব রিয়াজকে প্রধান নির্বাচক হিসেবে একই সময়ে নিযুক্ত করেছিল পিসিবি। তাহলে শুধু হাফিজকে কেন কাঠগড়ায় দাঁড় করিয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো?

আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ইনজামাম পিসিবির সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ক্ষেত্রে আরও একটি বিষয় টেনে এনেছেন। তার মতে, সাবেক অধিনায়ক এবং তারকাদের আর একটু বেশি সম্মান দিতে হবে।

৫৪ বছর বয়সী ইনজামামের মতে, ‘কোনও সন্দেহ নেই পিসিবি চেয়ারম্যানের পদটা অনেক সম্মানের। কিন্তু বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সাবেক অধিনায়ক এবং তারকারাও একই সম্মান পাওয়ার যোগ্য।’

পাকিস্তান ক্রিকেট যেভাবে চলছে, তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন ইনজামাম। বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট এভাবে চলতে পারে না। বোর্ড কর্তাদের নিজেদের কৃতকর্মের দায়দায়িত্ব নিতে হবে।’

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।