এবারও ‘হানড্রেড’ এ দল পেলেন না সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২১ মার্চ ২০২৪

ইংল্যান্ড ও ওয়েলসের জনপ্রিয় টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ এবারও দল পেলেন না সাকিব আল হাসান। অন্যবারের মতো এবারও ১০০ বলের টুর্নামেন্টটির ড্রাফটে নাম লিখিয়েছিলেন সাকিব। তবে জমজমাট এই আসরে এবারও জায়গা মিললো না বাংলাদেশের সেরা অলরাউন্ডারের।

হানড্রেডের আগামী আসরের ড্রাফটে সাকিবের সঙ্গে তামিম ইকবালসহ নাম লিখিয়েছেন মোট ১৫ বাংলাদেশি ক্রিকেটার। দল পাননি তাদের কেউই।

শুধু সাকিব নন, হানড্রেডের এই আসরে দল পাননি অনেক বড় তারকা। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন এবং ইংল্যান্ডের জেসন রয় ও মার্ক উড।

বাবর-রিজওয়ান দল না পেলেও পাকিস্তানের দুই তারকা পেসার নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি দল পেয়েছেন। সর্বোচ্চ ১ লাখ ২৫ পাউন্ডে ডানহাতি পেসার নাসিমকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। আর ১ লাখ পাউন্ডে শাহিন আফ্রিদিকে কিনে নিয়েছে ওয়েলশ ফায়ার। এছাড়া দল পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পাকিস্তানি ইমাদ ওয়াসিমও।

এবার হানড্রেডের ড্রাফটে তৃতীয় সর্বোচ্চ দামের ক্যাটাগরিতে (৭৫ হাজার পাউন্ড) নাম লিখিয়েছিলেন সাকিব। ৬০ হাজার পাউন্ড দামের ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও ব্যাটার লিটন দাস।

তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম নাম লিখিয়েছিলেন ৫০ হাজার পাউন্ড ক্যাটাগরিতে। এ ছাড়া বাকি ১০ জনের কোনো ভিত্তিমূল্য উল্লেখ ছিল না। এই ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন- নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার।

অন্যান্য টুর্নামেন্টের মতো এই টুর্নামেন্টেও কদর ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। প্রথম ডাকেই নিকোলাস পুরানকে দলে নিয়েছে সুপারচার্জার্স। এছাড়া দল পেয়েছেন শিমরান হিটমায়ার, আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।