লখনৌর টানা দ্বিতীয় জয়ের ম্যাচে বেঙ্গালুরুর টানা দ্বিতীয় হার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৩ এপ্রিল ২০২৪

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ভারসাম্যহীন দলে বলে মন্তব্য করেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড। তার কথার প্রমাণই দিয়ে চলছে বেঙ্গালুরু। শক্তিশালী দল নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে তারা।

মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টের কাছে ২৮ হেরেছে বেঙ্গালুরু। অপরদিকে বেঙ্গালুরুকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লখনৌ।

টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮১ রান করে লখনৌ। জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ২ বল বাকি থাকতেই ১৫৩ রানে অলআউট হয়ে যায় বেঙ্গালুরু।

লখনৌকে বড় পুঁজি এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কুইন্টন ডি কক। ৫৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া নিকোলাস পুরান ৪০ ও মার্কাস স্টয়নিস ২৪ রান করেন।

আর বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন মাহিপাল লোমরর। রাজত পতিদার ২৯ ও বিরাট কোহলি করেন ২২ রান।

৪ ম্যাচের ৩টিতেই হেরে পয়েন্ট টেবিলেন নীচের দিক থেকে দ্বিতীয়স্থানে আছে বেঙ্গালুুরু। আর ৩ ম্যাচে দুই জয়ে চতুর্থস্থানে আছে লখনৌ।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।