টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৩ এপ্রিল ২০২৪

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। সেপ্টেম্বর-অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজের আয়োজন করেছে দুই দেশ।

সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম তিনটি ম্যাচ হবে দিবারাত্রির। এসব ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়, সিলেটের মূল স্টেডিয়ামে। আর বাকি দুটি ম্যাচ শুরু হবে দুপুর ২ টায়, সিলেটের আউটার ভেন্যুতে।

২৮ এপ্রিল প্রথম ম্যাচে ভারতীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। বাকি ম্যাচগুলো হবে ৩০ এপ্রিল ও ২, ৬, ২৪ মে।

গত দুই বছরে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছে ভারত, আর সব মিলিয়ে তৃতীয় সফর।

সর্বশেষ ২০২৩ সালের সফরে এসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলছিল ভারত। শেষ ওয়ানডেতে আম্পায়ারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কাউর। ওই ম্যাচ ড্র হয়েছিল; সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।