রুয়েলের বিধ্বংসী বোলিংয়ে বড় জয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৩ এপ্রিল ২০২৪

অষ্টম রাউন্ডে এসে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আজ বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে ৯ উইকেটের অনায়াস জয়ে আবাহনী, শেখ জামাল, প্রাইম ব্যাংক, মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জের পরে ৬ নম্বর জায়গাটি দখলে নিয়েছে তারা।

বাঁহাতি পেসার রুয়েল মিয়ার বিধ্বংসী বোলিং ম্যাচে তুলনামূলক কমশক্তির গাজী টায়ার্স একাডেমির বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়কে সহজ করে দেয়।

রুয়েল মিয়া ৬ ওভারের স্পেলে মাত্র ১৯ রানে ৫ উইকেট দখল করলে ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে গাজী টায়ার্স। সে বিপর্যয় আর কাটেনি। মাত্র ৮৪ রানে শেষ হয় তাদের ইনিংস।

ওপেনার মোহাব্বাত হোসেন রোমান আর মিডল অর্ডার শামীম মিয়া ছাড়া গাজী টায়ার্স একাডেমির আর কেউ দুই অংকে পৌঁছাতে পারেননি।

জবাবে গাজী গ্রুপ মাত্র ১ উইকেট খুইয়ে ১৯.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। পিনাক ঘোষ ৪১ আর মেহেদি মারুফ করেন অপরাজিত ৩০ রান।

সংক্ষিপ্ত স্কোর
গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি: ২৫.৪ ওভারে ৮৪/১০ (মোহাব্বত হোসেন রোমান ৪১, শামীম মিয়া ১৬; রুয়েল মিয়া ৫/১৯, মাহফুজ রাব্বি ২/১৮, শেখ পারভেজ জীবন ২/২৭)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১৯.৩ ওভারে ৮৬/১ (পিনাক ঘোষ ৪১, আনিসুল ইসলাম ইমন ১১, মেহেদি মারুফ ৩০ অপরাজিত)

ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রুয়েল মিয়া (গাজী গ্রুপ ক্রিকেটার্স)।

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।