বেঙ্গালুরুকে জয়ে ফেরাতে কোহলিকে যে পজিশনে দেখতে চান ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১১ পিএম, ০৪ এপ্রিল ২০২৪

আইপিএলে বরাবরেই মতোই অন্যতম শক্তিশালী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তবে এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। দলকে টাইটের জেতাতে না পারায় হতাশায় নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। তাতেই নেই কোনো উন্নতি।

চলতি আসরেও বেঙ্গালুরুর অবস্থা হতশ্রী। চার ম্যাচেই ৩টিতেই হেরে আছে পয়েন্ট টেবিলের নীচের দিক থেকে ৩ নম্বরে। দলের এই বাজে অবস্থা কাটাতে কোহলিকে বড় ভূমিকায় দেখতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

কোহলি বর্তমানে বেঙ্গালুরুর ওপেনার হিসেবে খেললেও ভিলিয়ার্স তাকে চান মিডলঅর্ডারে। অর্থাৎ মিডলঅর্ডারে ব্যাট করে দলের কাণ্ডারির ভূমিকা পালনে কোহলিকে দেখতে চান সাবেক প্রোটিয়া অধিনায়ক।

ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘আশা করি, সে (বিরাট) তার ভালো শুরুটা চালিয়ে যাবে। কারণ, মাঝের ওভারগুলোতে আরসিবির সেই আঠা দরকার। প্রথম ছয় (ওভার) পার করার জন্য আমাদের তাকে প্রয়োজন। শেষ পর্যন্ত আমি তাকে খেলতে দেখতে চাই। ফাফ-কে (ফাফ ডু প্লেসি) আরো সামনে থেকে ঝুঁকি নেওয়া দরকার। কিন্তু বিরাট, আমি চাই তুমি ৬-১৫ ওভারের মধ্যে থাকো। তখনই আরসিবি সমস্ত সিলিন্ডার থেকে আগুন ধরাতে পারবে (সবাই নিজেদের সেরা পারফর্ম করবে)। তা দেখার জন্য অপেক্ষা করুন।’

বেঙ্গালুরুর খেলা নিয়ে ভিলিয়ার্স বলেন, ‘আরসিবি... শুরুটা খারাপ নয় কিন্তু ভালোও নয়। এটা মাঝামাঝিতে আছে এবং তাদের কয়েকটি জয় দরকার। আশা করা যায়, তারা জয়ে ফিরে আসবে। ঘরের মাঠ চিন্নাস্বামীতে ফিরে আসার আগে অ্যাওয়ে ম্যাচ দিয়েই ভাগ্য ফেরাতে পারবে।’

আইপিএল ক্যারিয়ারে প্রায় এক দশক বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ভিলিয়ার্স। ১৫৬ ম্যাচে করেছেন ৪ হাজার ৪৯১। তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই সবার নজরে আসে বেঙ্গালুরু।

 

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।