বেগুনি টুপির লড়াই: চাহাল, বুমরাহর সঙ্গে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৪

আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ওঠা-নামাটা হচ্ছে খুব দ্রুত। প্রথম দুই সপ্তাহ তো মোস্তাফিজুর রহমানের মাথাতেই শোভা পাচ্ছিলো পার্পল ক্যাপ। তবে মাঝে এক ম্যাচ না খেলার কারণে এই লড়াইয়ে পিছিয়ে পড়তে হয় বাংলাদেশের কাটার মাস্টারকে। যদিও ফিরেই পার্পল ক্যাপটা ছিনিয়ে নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের ইয়ুজবেন্দ্র চাহালের মাথা থেকে।

তবে, এরই মধ্যে এক ম্যাচ বেশি খেলে ইয়ুজবেন্দ্র চাহাল আবার বেগুনি টুপিটা নিজের কাছে নিয়ে গেলেন। আইপিএলের তৃতীয় সপ্তাহের শেষে এখনও সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে বেগুনি টুপির মালিক রাজস্থান রয়্যালসের ইয়ুজবেন্দ্র চাহাল। ৬ ম্যাচ খেলে ১১টি উইকেট নিয়েছেন তিনি।

মোস্তাফিজুর রহমান দুই নম্বরেও নেই এখন। তালিকায় এ জায়গাটিতে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জশপ্রিত বুমরাহ। মুম্বইয়ের পেসার ৫ ম্যাচ খেলে ১০টি উইকেট পেয়েছেন। এরপর তৃতীয় স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসে খেলা মোস্তাফিজুর রহমান। ৪ ম্যাচ খেলে তার শিকার সংখ্যা ৯টি।

সমান ৯টি করে উইকেট রয়েছে পাঞ্জাব কিংসের কাগিসো রাবাদা ও দিল্লি ক্যাপিটালসের খলিল আহমেদ। দক্ষিণ আফ্রিকান পেসার রাবাদা ৬ ম্যাচ খেলে নিয়েছেন ৯ উইকেট। দিল্লি ক্যাপিটালসের খলিল আহমেদও ৬ ম্যাচ খেলে নিয়েছেন ৯ উইকেট।

ষষ্ঠ স্থানে পাঞ্জাবের আরশদিপ সিং। তরুণ বাঁ-হাতি পেসারের ঝুলিতে এখনও পর্যন্ত এসেছে ৯টি উইকেট। খেলেছেন ৬টি ম্যাচ। সপ্তম স্থানে পাঞ্জাবেরই স্যাম কারান। ইংল্যান্ডের এই অলরাউন্ডার ৬ ম্যাচ খেলে পেয়েছেন ৮টি উইকেট। অষ্টম স্থানে গুজরাট টাইটান্সের মোহিত শর্মা। ৬টি ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন ভারতীয় দলের সাবেক এই সদস্য।

নবম স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জেরাল্ড কোয়েৎজি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ৫ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৮টি উইকেট পেয়েছেন। ১০ম স্থানে লখনৌ সুপার জায়ান্টসের যশ ঠাকুর। ৪ ম্যাচ খেলে ৭টি উইকেট নিয়েছেন তরুণ বোলার।

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বৈভব অরোরা। তিনি দু’টি ম্যাচ খেলে নিয়েছেন ৫টি উইকেট। বেগনি টুপির লড়াইয়ে বৈভব রয়েছেন ২১ নম্বরে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।