আমাদের এখন প্রতি ম্যাচই সেমিফাইনাল: বেঙ্গালুরু কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৬ এপ্রিল ২০২৪

৭ ম্যাচের ৬টিতেই হার। অবস্থান পয়েন্ট তালিকার তলানিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবারের আইপিএল আসরটা বলতে গেলে শেষই। ঘুরে দাঁড়াতে হলে ‘মিরাকল’ ঘটাতে হবে।

সেই মিরাকলের অপেক্ষায় দলটির হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তার মতে, এখন বেঙ্গালুরুর জন্য বাকি সাত ম্যাচই সেমিফাইনাল। এখনও প্লে-অফে খেলার আশা ছাড়েননি বেঙ্গালুরু কোচ।

ফ্লাওয়ার বলেন, ‘নকআউট সময় চলে এসেছে (আমাদের)। প্রতিটি ম্যাচই এখন আমাদের জন্য সেমিফাইনাল। তবে আমাদের ভাবতে হবে, কীভাবে শক্ত করে ঘুরে দাঁড়ানো যায়।’

সোমবার সানরাইজার্স হায়দরাবাদের ২৮৭ রানের ইতিহাসগড়া স্কোরের জবাবে লড়াই করলেও শেষ পর্যন্ত ২৫ রানে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ফ্লাওয়ার স্বীকার করলেন, রাতটা তাদের জন্য কঠিন ছিল। বেঙ্গালুরু কোচ বলেন, ‘মাঠে আসলেই কঠিন এক রাত ছিল। তারা শক্তিশালীভাবে শেষ করেছে, আমাদের নাভিশ্বাস বের করে ছেড়েছে।’

তবে তার দল যেভাবে লড়াই করেছে, তাতে গর্বিত বেঙ্গালুরু কোচ। তিনি বলেন, ‘আমরা মাঝের সময়টায় ব্যাট হাতে যে লড়াইটা করেছি, আমি সত্যিই গর্বিত। আমরা হয়তো ম্যাচটা হেরেছি, কিন্তু যেভাবে লড়াই করেছি, সত্যিই গর্ব করার মতো।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।