নারিনের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, রানপাহাড়ে কলকাতা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৬ এপ্রিল ২০২৪

দুই ম্যাচ আগেই সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। থামতে হয় ৮৫ রানে। তবে এবার আর ভুল করেননি সুনিল নারিন। ৪৯ বলেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার।

ইডেন গার্ডেনসে নারিনের ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী এক সেঞ্চুরিতে ভর করেই ৬ উইকেটে ২২৩ রানের পাহাড়সম সংগ্রহ গড়েছে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ জিততে হলে রাজস্থান রয়্যালসকে করতে হবে ২২৪।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নারিনের সর্বোচ্চ ইনিংসটি ৩০ রানের। তবে আইপিএলে এলেই যেন দানবীয় ব্যাটার হয়ে যান নারিন। সেই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) পেয়ে গেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

৫৬ বলে ১০৯ রানের ইনিংসে ১৩টি চার আর ৬টি ছক্কা হাঁকান নারিন। শুধু নারিনেরই নয়, ইডেন গার্ডেনে কলকাতার কোনো ব্যাটারের এটিই প্রথম সেঞ্চুরি।

নারিন বলতে গেলে একাই কলকাতাকে বড় সংগ্রহ এনে দিয়েছেন। বাকিদের তেমন অবদান রাখার দরকার পড়েনি। ১৮ বলে ৩০ করেন অংক্রিশ রঘুভানসি। শেষ দিকে রিঙ্কু সিং ৯ বলে ১ চার আর ২ ছক্কায় করেন অপরাজিত ২০।

রাজস্থান রয়্যালসের আভেশ খান আর কুলদ্বীপ সেন নিয়েছেন দুটি করে উইকেট।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।