কেন পাকিস্তানের মুশতাককে টাইগারদের স্পিন কোচ করে আনা হলো?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৭ এপ্রিল ২০২৪

আগে কোন লেগি স্পিন কোচ হিসেবে টাইগার বোলারদের সাথে কাজ করেননি। কেন পাকিস্তানি লেগব্রেক গুগলি বোলার মুশতাক আহমেদকে স্পিন কোচ করে আনা হলো? তবে কী বিসিবি আগামীতে লেগ স্পিনারদের পরিচর্য্যায় অধিক মনোযোগী হয়ে উঠেছে?

আজ বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দাড়িয়ে এই প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবি সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমরা তাকে নিয়ে এসেছি জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপকে মাথায় রেখে।’

তবে মুশতাককে দীর্ঘ মেয়াদের জন্য কোচ নিয়োগ করা যায় কি না? তা নিয়েও নাকি আলাপ আলোচনা হয়েছে। এ তথ্য জানিয়ে জালাল বলেন, ‘কিভাবে আমরা তার কাছ থেকে বেনিফিটেড হতে পারি, সেটা নিয়ে কথা হয়েছে। বাট চূড়ান্ত হয়নি।’

মুশতাক আহমেদের মানের একজন কোচের বাংলাদেশে স্পিন কোচ হয়ে আসাটাকে বড় ঘটনা বলে অভিহিত করে জালাল বলেন, ‘মুশতাক আহমেদের যে ভাস্ট নলেজ- এটা তাদের সঙ্গে (বাংলাদেশের স্পিনারদের) শেয়ার করাটা বিরাট ব্যাপার হবে। বাংলাদেশে আমাদের একজন ডানহাতি লেগ স্পিনারের ঘাটতি আছে। রিশাদ ছাড়া আর যারা প্রমিজিং আছে, দু’একজন যারা আছে, তাদের জন্য মুশতাকের কোচ হয়ে আসা বড় একটা সাপোর্ট।’

‘একই সঙ্গে মুশতাক আহমেদ আমাদের সঙ্গে থাকার সময়ে যদি আমাদের দেশে আনাচে-কানাচে আরো ভালোমানের লেগ স্পিনার থাকে, যারা এক্সপোজার পায়নি, তাকে দিয়ে যদি স্পিনার হান্টটা করতে পারি, আমাদের জন্য খুবই ভালো হবে। লেগ স্পিনারদের ভবিষ্যতের জন্য ভালো হবে।’

‘আমরা কিন্তু আগেও করেছিলাম (লেগ স্পিনার হান্ট) একবার। এখন খুব রেয়ার হয়ে যায় রাইট আর্ম লেগ স্পিনার পাওয়া। তারপরও সে (মুশতাক) আসার পর কেউ যদি ইন্সপায়ার্ড হতে পারে। কারণ মুশতাক আহমেদের কাছে অনেক বেশি টিপস পাওয়া যাবে। তার এতো অভিজ্ঞতা, বিশ্বকাপের অভিজ্ঞতা, কোচিং এবং প্লেয়িং ক্যারিয়ার মিলিয়ে এটা একটা ভিন্ন পরিবেশ তৈরি করতে পারবে। সুতরাং এটা বিগ হেল্প। আমরা তার থেকে ওই সাপোর্টটা পেতেও পারি।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।