পারলো না লিজেন্ডস অব রূপগঞ্জ

শুক্কুরের সেঞ্চুরি আর নাহিদ রানার আগুনে বোলিংয়ে শাইনপুকুরের জয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৯ পিএম, ১৮ এপ্রিল ২০২৪

এক সময় মনে হচ্ছিল সুপার লিগ খেলবে মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু না, শেষ পর্যন্ত পারলো না লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ বৃহস্পতিবার বিকেএসপি ৩ নম্বর মাঠে নিজেদের শেষ ম্যাচে শাইনপুকুরের কাছে ৬৭ রানের হারেই সব সম্ভাবনার মৃত্যু ঘটলো মাশরাফি ও মুমিনুলের দল লিজেন্ডস অব রূপগঞ্জের।

১১ খেলায় পঞ্চমবারের মতো হারের তেঁতো স্বাদ পাওয়া লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ১২‘ই থাকলো। অন্যদিকে এক ম্যাচ কম খেলা গাজী গ্রুপের পয়েন্টও ১২। তবে নেট রানরেটে লিজেন্ডস অব রূপগঞ্জের (০.১১৬) চেয়ে গাজী গ্রুপ (০.২৫৩) এগিয়ে।

আগামীকাল শুক্রবার গাজী গ্রুপ নিজেদের শেষ খেলায় জিতে গেলে তো কথাই নেই, হারলেও নেট রানরেটে লিজেন্ডস অব রূপগঞ্জকে পেছনে ফেলে ৬ নম্বর দল হিসেবে সুপার লিগ খেলবে এক ঝাঁক তরুণে গড়া গাজী গ্রুপ। আর মাশরাফির দল ৭ নম্বরেই থেকে যাবে।

আগের ম্যাচে মোহামেডানকে হারিয়ে দেওয়া শাইনপুকুর আজ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বড় ব্যবধানে জিতে ১১ খেলায় ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে এখন লিগে টেবিলে ২ নম্বরে উঠে এলো।

আজ বৃহস্পতিবার আবাহনীর কাছে হার মানা শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও সমান ম্যাচে পয়েন্ট ১৬। কিন্তু শাইনপুকুরের (০.৯৫৯) নেট রানরেটে শেখ জামালের (০.৫৪২) চেয়ে বেশি।

শুক্রবার মোহামেডান যদি ব্রাদার্সকে বড় ব্যবধানে হারাতে পারে, তাহলে সাদাকালোদেরও পয়েন্ট হয়ে যাবে ১৬। তখন নেট রানরেটে ইমরুল, মাহমুদউল্লাহ ও মিরাজদের আবাহনীর পরে দ্বিতীয় হওয়ার সম্ভাবনা থাকবে।

উইকেটরক্ষক কাম মিডল অর্ডার ইরফান শুক্কুর বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ খেলায় শাইনপুকুরের জয়ের মূল নায়ক। অনবদ্য শতক (৮৮ বলে ১০৬ অপরাজিত) উপহার দিয়েছেন ইরফান। তার ঝোড়ো সেঞ্চুরির সাথে তিন ব্যাটার জিসান আলম (৩৫ বলে ৪২), খালিদ হাসান (৩২) ও মার্শাল আইয়ুব (৩৫) কার্যকর অবদান রাখলে ২৫৬ রানের লড়াকু পুঁজি পায় শাইনপুকুর।

মোহামেডানের সাথে ৫ উইকেট পাওয়া ফাস্টবোলার নাহিদ রানা এ ম্যাচেও প্রচণ্ড গতির সাথে বারুদে বোলিং করলে (৮ ওভারে মাত্র ১১ রানে ৩ উইকেট) লিজেন্ডস অব রূপগঞ্জ ব্যাটিং লাইনআপে ভাঙন ধরান।

দুই পেসার হালিম (৯ নম্বরে নেমে ৬৭ বলে ৬০) আর আল আমিন হোসেন (২২) দশম উইকেটে অবিচ্ছিন্ন ৭৮ রান যোগ না করলে লিজেন্ডস অব রূপগঞ্জ ইনিংস হয়ত ১০০‘র আশপাশে শেষ হয়ে যেতো।

সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর: ৫০ ওভারে ২৫৬/৯ (তানজিদ তামিম ২, জিসান আলম ৪২, খালিদ হাসান ৩২ , মার্শাল আইয়ুব ৩৫, ইরফান শুক্কুর ১০৬ অপরাজিত, রবিউল হক ১৪; শহিদুল ১/৩৯, মুমিনুল হক ১/১৮, আল আমিন ১/৫৪, শুভাগত হোম ১/৫২, মাশরাফি ১/৫২)।

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ১৮৯/৯ (তৌফিক খান তুষার ১৯, সাদমান ইসলাম ৫, মুুমিনুল হক ০, ইমরানউজ্জামান ১৪, আমিনুল বিপ্লব ৩৪, শামীম পাটোয়ারী ৪, শুভাগত হোম ৯, হালিম ৬০ অপরাজিত, আল আমিন হোসেন ২২ অপরাজিত; নাহিদ রানা ৩/১১, রিশাদ হোসেন ২/৩১, নাইম আহমেদ ২/৬১, হাসান মুরাদ ১/৩৬, মুকিদুল ইসলাম মুগ্ধ ১/১১)

ফল: শাইনপুকুর ৬৭ রানে জয়ী।
ম্যাচসেরা: ইরফান শুক্কুর (শাইনপুকুর)।

এআরবি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।