কোহলির ধীর ফিফটি, পাতিদার-গ্রিনের ঝড়ে বেঙ্গালুরুর ২০৬

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৫ এপ্রিল ২০২৪

আইপিএলের পিচে দুইশোর্ধ্ব রান যেন এখন মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে ব্যাটিং সহায়ক উইকেটেও ধীরগতির এক ফিফটি করলেন বিরাট কোহলি।

যদিও রজত পাতিদার আর ক্যামেরন গ্রিনের ব্যাটে চড়ে ৭ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহই দাঁড় করিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদের জিততে দরকার ২০৭।

ওপেনিংয়ে ফ্যাফ ডু প্লেসি ১২ বলে ২৫ করলেও কোহলি ঠিক তাল মেলাতে পারেননি তার সঙ্গে। ৪৩ বলে ৪ বাউন্ডারি আর এক ছক্কায় ৫১ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে।

তবে কোহলি ধীরগতির হাফসেঞ্চুরি করলেও ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে চার নম্বরে নামা রজত পাতিদার ছিলেন ঠিক উল্টো। ২০ বলে ২ চার আর ৫ ছক্কায় ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

শেষদিকে ক্যামেরন গ্রিন ২০ বলে ৫ বাউন্ডারিতে ৩৭ রান করে দলকে দুইশোর্ধ্ব সংগ্রহ গড়ে দেন। দিনেশ কার্তিক ৬ বলে ১১ আর স্বপ্নীল সিং করেন ৬ বলে ১২।

হায়দরাবাদের জয়দেব উনাদকাট ৩০ রানে ৩টি আর টি নজটরাজন ৩৯ রান খরচায় নেন ২টি উইকেট।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।