পুরানের ৮ ছক্কার বিধ্বংসী ইনিংসে লখনৌর ২১৪

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পিএম, ১৭ মে ২০২৪

পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে রীতিমত তাণ্ডব চালালেন নিকোলাস পুরান। তার ৮ ছক্কার বিধ্বংসী ইনিংসে ভর করে ৬ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করালো লখনৌ সুপার জায়ান্টস। অর্থাৎ জিততে হলে মুম্বাই ইন্ডিয়ান্সকে করতে হবে ২১৫।

মুম্বাইয়ের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় লখনৌ। নুয়ান তুষারার বলে এলবিডব্লিউ হয়ে গোল্ডেন ডাকে ফেরেন দেবদূত পাডিক্কেল। মার্কাস স্টয়নিস ভালো ব্যাটিং করছিলেন। তবে ২২ বলে ২৮ রানে থামতে হয় তাকে পিযুষ চাওলার বলে এলবিডব্লিউ হয়ে।

চাওলার দ্বিতীয় শিকার হন দীপক হুদা, ৯ বলে ১১ করে। ৬৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছিল লখনৌ। তখন দশম ওভার চলছে।

সেখান থেকে রীতিমত তাণ্ডব চালিয়েছেন নিকোলাস পুরান। চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে নিয়ে ৪৪ বলে তিনি যোগ করেন ১০৯ রান।

২৯ বলে ৭৫ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত তুষারার বলে আউট হন পুরান। বিধ্বংসী এই ইনিংসে চারের চেয়ে ছক্কা বেশি (৫টি চার এবং ৮টি ছক্কা)।

পুরানের এই মারমুখী ব্যাটিংয়েই মূলত চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথ পেয়ে যায় লখনৌ। লোকেশ রাহুল করেন ৪১ বলে ৫৫। শেষদিক আয়ুস বাদানি ১০ বলে ২২ আর ক্রুনাল পান্ডিয়ার ব্যাট থেকে আসে ৭ বলে অপরাজিত ১২।

পিযুষ চাওলা ২৯ রানে আর নুয়ান তুষারা ২৮ রান খরচায় নেন ৩টি করে উইকেট।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।