বাঁচামরার ম্যাচে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠালো চেন্নাই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৮ মে ২০২৪

দুই দলেরই গ্রুপপর্বের শেষ ম্যাচ। দুই দলেরই প্লে-অফে নাম লেখানোর বড় সুযোগ। বেঙ্গালুরুতে মহাগুরুত্বপূর্ণ এই লড়াইটি যেন অঘোষিত কোয়ার্টার ফাইনাল। একটি দল বাদ পড়বে, শেষ চার নিশ্চিত হবে অপর দলের।

খেলা বেঙ্গালুরুর মাঠে। টস জিতেছে চেন্নাই। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। অর্থাৎ কোহলি-ম্যাক্সওয়েলের বেঙ্গালুরু ব্যাটিংয়ে নামবে।

১৩ ম্যাচ শেষে বেঙ্গালুরুর পয়েন্ট ১২, চেন্নাইয়ের ১৪। অর্থাৎ বেঙ্গালুরু আজ জিততে পারলে তাদেরও ১৪ পয়েন্ট হয়ে যাবে। তবে তখন আসবে রানরেটের হিসেব-নিকেশ।

ম্যাচ শুরুর আগে চেন্নাই বেঙ্গালুরুর থেকে রানরেটে এগিয়ে আছে। তাদের নেট রানরেট ০.৫২৮, বেঙ্গালুরুর ০.৩৮৭। ব্যবধানটা খুব বেশি নয়। তাই দুই দলেরই সুযোগ আছে।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।