রেকর্ড দামে বিক্রি হলেন পাথিরানা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২১ মে ২০২৪

মোস্তাফিজুর রহমানের সঙ্গে জুটি বেঁধে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। দলটির মূল বোলারই ছিলেন মাথিশা পাথিরানা। আইপিএলের মতো আসরে পারফর্ম করে আসা এই পেসার নিজের দেশে মূল্যায়িত হবেন না, তা কী করে হয়?

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলাম চলছে। তাতে টুর্নামেন্টের ইতিহাসের রেকর্ড দামে বিক্রি হলেন পাথিরানা।

ডানহাতি এই পেসারকে ১ লাখ ২০ হাজার ইউএস ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৪১ লাখ টাকা।

পাথিরানার ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার। ডাম্বুলা প্রথম বিড শুরু করে ৭০ হাজার ডলারে। গল মারভেলস ১ লাখ ডলার দাম বলার পরই এলপিএলের রেকর্ড হয়ে যায়।

শেষ পর্যন্ত কলম্বো স্ট্রাইকার্স রেকর্ড ১ লাখ ২০ হাজার ডলারে কিনে নেয় পাথিরানাকে।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।