যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার বলছেন

‘মোস্তাফিজকে ভুল দিকে বল করিয়েছে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২২ মে ২০২৪

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার, বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুতেই ধাক্কা। ব্যাটাররা ঠিক নিজেদের মেলে ধরতে পারেননি। পারেননি দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র মোস্তাফিজুর রহমানও।

আইপিএলে দুর্দান্ত বোলিং করে প্রশংসা কুড়ানো মোস্তাফিজ মঙ্গলবার শুরুটা করেছিলেন ভালোই। প্রথম দুই ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেও মোস্তাফিজ ডেথ ওভারে এসে বেদম মার খান। শেষ দুই ওভারে দেন ৩২ রান।

১৩ বলে হার না মানা ৩৩ রানের ইনিংস খেলে যুক্তরাষ্ট্রের ম্যাচ জয়ের নায়ক হারমিত সিং মনে করেন, প্রেইরি ভ্যালির প্রবল বাতাসের মধ্যে মোস্তাফিজকে ব্যবহার করতে ভুল করেছে বাংলাদেশ।

হারমিত বলেন, ‘আমরা মনে করেছিলাম, ফিজ বাতাসের বিপরীতে বল করবেন। কিন্তু আমরা তাকে অন্য এন্ডে বল করতে দেখলাম, বাতাসের দিকে। তখনই আমি ভাবলাম, আমাদের অন্য দিক থেকে ওভারে ২০ রান করে নেওয়ার সুযোগ আছে। আমার মনে হয়, তারা আমাদের হয়তো হালকভাবে নিয়েছিল; কিংবা আমি জানি না (কী ঘটেছে)। অন্য দিক থেকে বল করার মতো বোলার ছিল না তাদের।’

ম্যাচে শেষ দুই ওভারে ২৪ রান দরকার ছিল যুক্তরাষ্ট্রের। ১৯তম ওভারে মোস্তাফিজ দেন ১৫ রান। শেষ ওভারে স্বীকৃত দুই পেসারের কোটা শেষ হয়ে গিয়েছিল। ফলে বাধ্য হয়ে পার্টটাইম স্পিনার মাহমুদউল্লাহর হাতে বল তুলে দেন শান্ত। মাহমুদউল্লাহর প্রথম ৩ বলে ১১ রান নিয়ে ম্যাচ বের করে নেয় যুক্তরাষ্ট্র।

হারমিত মনে করেন, এই জায়গাতেও বাংলাদেশ ভুল করেছে। তার কথা, ‘তাদের শরিফুলের এক ওভারই ছিল (সেটা শেষ হয়ে যায় ১৮তম ওভারে)। অন্য কাউকে শেষ ওভারটা করতে হতো। সম্ভবত তারা ভেবেছিল আমাদের অলআউট করে দিতে পারবে। আমি কোরিকে (অ্যান্ডারসন) বলেছিলাম, যদি আমরা থাকতে পারি, তবে শেষ ওভারেও ২০ নিতে পারব। আমাদের জেতার সুযোগ আছে।’

যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার যোগ করেন, ‘শেষ ওভারে দশ রানের মতো লাগে আমাদের। তারা বাতাস যেদিকে বইছিল সেদিক থেকে শুরু করে, শেষ করে অন্যদিক থেকে। আমরা জানতাম, শেষ ওভারে পারব।’

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।