বিশ্বকাপে তারা বাংলাদেশের প্রতিপক্ষ, গুটিয়ে গেলো মাত্র ৮৭ রানে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৩ মে ২০২৪

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা পড়েছে বাংলাদেশের সঙ্গে 'ডি' গ্রুপে। দলটির নাম নেদারল্যান্ডস। স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নেমে মাত্র ৮৭ রানেই অলআউট হয়েছে তারা। স্কটল্যান্ড জিতেছে ৭১ রানের বিশাল ব্যবধানে।

দ্য হেগে এটি ছিল ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচ। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৮ রান তুলেছিল স্কটল্যান্ড। দলটির ওপেনার জর্জ মুনসে ৪৪ বলে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় খেলেন ৭২ রানের ঝোড়ো ইনিংস। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

মাত্র ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেন লগান ফন বিক।

জবাবে ১৯ রানে ৩ উইকেট হারানো নেদারল্যান্ডস শেষ পর্যন্ত ১৪.৫ ওভারেই অলআউট হয় মাত্র ৮৭ রানে। অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস (২৫ বলে ২৯), বেস ডি লেডে (২৭ বলে ২৭) আর লগান ফন বিক (১৪ বলে অপরাজিত ১০) ছাড়া বাকিরা দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি।

মার্ক ওয়াট ১২ রান দিয়ে একাই নেন ৪টি উইকেট। দুটি করে উইকেট ব্র্যাডলি কোরি আর ক্রিস গ্রেভসের।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।