রাতে দ্বিতীয় টি-টোয়েন্টি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই টাইগারদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০২ এএম, ২৩ মে ২০২৪

যুক্তরাষ্ট্রের মতো বিশ্ব ক্রিকেটের খর্বশক্তির দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে হেরে বসবে ২৪ বছর আগে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ! বিশ্বকাপের আগে এমন ধাক্কা প্রত্যাশা করেননি টাইগার সমর্থকরা।

কিন্তু সেটাই হয়েছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়ে লজ্জার হার উপহার পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তারা পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে।

ফলে প্রেইরি ভিউতে আজ (বৃহস্পতিবার) সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচামরার লড়াই। সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কোনো বিভাগেই ভালো করতে পারেনি টাইগাররা। ব্যাটিংয়ে বরাবরের মতো টপঅর্ডার ছিল ব্যর্থ। ফলে শেষ পর্যন্ত ১৫৩ রানের মামুলি সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

টপঅর্ডারে লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা ফর্মে ফিরতে না পারলে বিশ্বকাপেও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

বোলিংয়েও খুব একটা সুবিধা করতে পারেননি মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা। বিশেষ করে মোস্তাফিজ ডেথ ওভারে বেশ ভুগেছেন। নিজের শেষ দুই ওভারে খরচ করেন ৩২ রান। বিশ্বকাপের আগে অটোচয়েজ মোস্তাফিজের ফর্মে ফেরাও ভীষণ গুরুত্বপূর্ণ।

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সামনে তাই অনেকগুলো চ্যালেঞ্জ। সেইসব চ্যালেঞ্জ উৎড়ে কি নিজেদের সেরাটা দেখাতে পারবে শান্তর দল?

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।