শিরোপা জিতে কত টাকা পেল কলকাতা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৭ মে ২০২৪

আইপিএলের ১৭তম আসরের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জয় করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফাইনাল জিতে কত টাকার প্রাইজমানি পেয়েছে কলকাতা, তা জানার কৌতুহল রয়েছে ক্রিকেটভক্তদের। আসুন জেনে নেওয়া যাক, প্রাইজমানি হিসেবে কে কত টাকা পেল।

চ্যাম্পিয়ন কলকাতা প্রাইজমানি হিসেবে পেয়েছে ২০ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৮ কোটি সাড়ে ২১ লাখ টাকা প্রায়। আর রানার্সআপ হায়দরাবাদ পেয়েছে ১২. ৫ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ কোটি সাড়ে ৬৩ লাখ টাকা প্রায়।

শুধু কলকাতা-হায়দরাবাদই নয়। প্রাইজমানি পেয়েছে সেরা চারে ওঠা বাকি দুই দলও। তৃতীয় স্থানে থেকে আসর শেষ করা রাজস্থান রয়েলস পেয়েছে ৭ কোটি ভারতীয় রুপির প্রাইজমানি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ কোটি ৮৭ লাখ টাকা প্রায়।

আজ ইলিমিনেটর খেলে বাদ পড়া রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেয়েছে ৬.৫ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ কোটি সাড়ে ১৭ লাখ টাকা প্রায়।

এছাড়া আসরজুড়ে দারুণ পারফর্ম করে প্রাইজমানি পেয়েছেন ক্রিকেটাররাও। এর মধ্যে সবচেয়ে বড় অংকের পুরস্কার পেয়েছেন কলকাতার সুনিল নারিন। আসরের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হিসেবে ১২ লাখ রুপির প্রাইজ মানি পেয়েছেন তিনি।

সর্বোচ্চ রান সংগ্রহ (১৫ ম্যাচে ৭৪১ রান) করে ১০ লাখ রুপির প্রাইজমানি পেয়েছেন বিরাট কোহলি। সমান অর্থ পেয়েছেন সবার্ধিক উইকেটশিকারি (১৪ ম্যাচে ২৪) পাঞ্চাব কিংসের হার্শাল প্যাটেল।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।