এবার পাকিস্তানকে হারানোর হুঙ্কার কানাডা অধিনায়কের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩ এএম, ১১ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের সুপার ওভারে হার এবারের বিশ্বকাপে মাঝারি মানের দলগুলোর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র যদি পারে তাহলে তারাও পারবে এমন চিন্তা কানাডারও। তাই দলটির অধিনায়ক সাদ বিন জাফরও মনে করেন, ক্রিকেটে যেকোনো কিছু সম্ভব।

নিউ ইয়র্কের বোলিং ফ্রেন্ডলি উইকেটে কানাডার বিপক্ষে খেলতে নামার আগে দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের। এই ম্যাচ জিতলেও সুপার এইটে ওঠার সমীকরণ অনেক জটিল। তাই এই জটিলতাকে পুঁজি করেই পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখেন আইরিশদের হারানো কানাডা।

পাকিস্তানের বিপক্ষে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাদ বিন জাফর বলেন, ‘সবাই খুব ইতিবাচক অবস্থায় আছে। আমরা শেষ ম্যাচটা জিতেছি। এটা আমাদেরকে বিশ্বাস জুগিয়েছে। যদি আমরা ভালো ক্রিকেট খেলি তাহলে যেকোনো দলকেই হারাতে পারবো।’

কানাডার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানই চাপে থাকবে, এমনটিই মনে করেন সাদ বিন জাফর। পাকিস্তানের সেই চাপকে কাজে লাগিয়ে জয় পেতে চায় কানাডা।

সাদ বিন জাফর আরও বলেন, ‘আমরা জানি আমরা বড় এবং অভিজ্ঞ দল পাকিস্তানের বিপক্ষে খেলবো। কিন্তু বাস্তবতা হচ্ছে, তারা ভালো ক্রিকেট খেলতে পারছে না; যেমনটা তারা খেলে। তারা চাপে রয়েছে। দুই ম্যাচ হেরেছে। যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি এবং শুরু থেকে চাপ সৃষ্টি করতে পারলে যেকোনো কিছুই সম্ভব।’

আরআর/এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।