ভারত-পাকিস্তান ম্যাচ

নিউ ইয়র্কে পাকিস্তানি ইউটিউবারকে গুলি করে হত্যা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১১ জুন ২০২৪

বিশ্বকাপের চরম উত্তেজনাকর ভারত-পাকিস্তান ম্যাচ হয়ে গেল গত শনিবার। নাটকীয় এই ম্যাচে ভারতকে ১১৯ রানে অলআউট করে দিলেও শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচটি হেরে গেছে ৬ রানে।

এদিন নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তাপকে ছাপিয়ে ঘটে গেছে বড় এক দুর্ঘটনা। নিউ ইয়র্কের এই স্টেডিয়াম সংলগ্ন একটি মোবাইল মার্কেটে নিরাপত্তা প্রহরীর গুলিতে নিহত হয়েছেন পাকিস্তানি এক ইউটিউবার। নিহত ইউটিউবারের নাম সাদ আহমেদ।

পাকিস্তানের গণমাধ্যম এআরওয়াই নিউজের বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

অধীর আগ্রহে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য অপেক্ষা করেন ক্রিকেটভক্তরা। ম্যাচের আগে ক্রিকেটপাড়া হয়ে ওঠে প্রাণচঞ্চল। অনেকে করেন ম্যাচের ভবিষ্যদ্বানী। নিজের পছন্দের দল নিয়েও করে থাকেন নানা ধরনের মন্তব্য। এ সময় মাঠে-ঘাটে, দোকান-মার্কেটে ও স্টেডিয়াম চত্বরে দারুণভাবে চোখে পড়ে ইউটিউবারদের আনাগোনা।

এবারও তার ব্যতিক্রম হয়নি। যেখানে ক্রিকেটভক্তদের সাক্ষাৎকার নিচ্ছেন ইউটিউবাররা। তারই ধারবাহিকতায় ভারত-পাকিস্তানের ম্যাচের আগে সাধারণ মানুষের মতামত নিতে মোবাইল মার্কেটে গিয়েছিলেন সাদ নামের ওই ইউটিউবার। এই কাজ করতে গিয়ে শেষ পর্যন্ত জীবন দিতে হলে তাকে।

সাদ মোবাইল মার্কেটে গিয়ে দোকানদারদের বাইট (ক্যামেরায় ছোট ছোট মন্তব্য ধারণ) নিচ্ছিলেন। এমন সময় সে ওই মার্কেটের নিরাপত্তা প্রহরীরও একটি ভিডিও করতে চান তিনি। কিন্তু প্রহরী তাকে বাইট দিতে রাজি হচ্ছিলেন না। এতে জোর করে তার ভিডিও করতে যান সাদ। পরে বিরক্তি হয়ে সাদকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই প্রহরী।

গুলিতে সাদ আহত হলে তাকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাদের এক বন্ধু জানিয়েছেন, সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।