টস জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১১ জুন ২০২৪

প্রথম দুই ম্যাচ হেরেছে পাকিস্তান। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে এবং দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৬ রানে হেরে প্রায় বিদায়ের শঙ্কায় পাকিস্তান ক্রিকেট দল। টিকে থাকার লড়াইয়ে আজ কানাডার মুখোমুখি বাবর আজমের দল।

অন্যদিকে আইসিসির সহযোগি দেশ কানাডা প্রথম দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে। প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের কাছে হারলেও পরের ম্যাচে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ডকে। পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে দেশটির অধিনায়ক সা’দ বিন জাফর পাকিস্তানকে হারানোর হুমকি দিয়ে রেখেছেন।

সব মিলিয়ে বিশ্বকাপে জটিল সমীকরণের সামনে পাকিস্তান। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে কানাডার বিপক্ষে টস করতে নেমে জয় পেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন কানাডাকে।

পাকিস্তান দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ইফতিখার আহমেদকে বাদ দিয়ে একাদশে নেয়া হয়েছে সাইম আইয়ুবকে। কানাডাও একটি পরিবর্তন এনেছে দলে। দিলপ্রিত বাজওয়ার পরিবর্তে খেলছেন রবিন্দরপল সিং।

পাকিস্তান একাদশ

মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, বাবর আজম (অধিনায়ক), ফাখর জামান, উসমান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ আমির।

কানাডা একাদশ

অ্যারোন জনসন, নভনিত ধালিওয়াল, পরাগাত সিং, নিকলাস কার্টন, স্রেয়াশ মোভা (উইকেটরক্ষক), রবিন্দ্ররপল সিং, ডিলন হেইলিগার, সাদ বিন জাফর (অধিনায়ক), কলিম সানা, জুনায়েদ সিদ্দিকি, জেরেমি গর্ডন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।