টস জিতে উগান্ডাকে ব্যাটিংয়ে পাঠালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০৯ এএম, ১৫ জুন ২০২৪

প্রথম দুই ম্যাচে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বজায় রাখার ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডকে। তৃতীয় ম্যাচে আজ কিউইদের প্রতিপক্ষ উগান্ডা। আফ্রিকান দেশটি বাদ পড়েছে। যে কারণে এই ম্যাচ বিশ্বকাপের জন্য কোনো গুরুত্ব বহন করে না। কারণ, এই গ্রুপ থেকে দুই দলের সুপার এইট নিশ্চিত হয়ে গেছে। দলগুলো হলো- আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

আজ শনিবার সকাল সাড়ে ৬টা (বাংলাদেশ সময়) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তার আগে টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করতে পাঠিয়েছেন উগান্ডাকে।

উগান্ডা একাদশ

রনক প্যাটেল, সাইমন সেসাজি (উইকেটরক্ষক), রবিনসন ওবুয়া, রিয়াজত আলী শাহ, আলপেশ রামজানি, দিনেশ নাকরানি, কেনেথ ওয়াইসওয়া, ব্রায়ান মাসাবা (অধিনায়ক), ফ্রেড আচেলাম, জুমা মিয়াগি, কসমাস কিউতা।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন, রাচিন রাবিন্দ্রা, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, জেমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

এমএইচ/

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।