অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৯ এএম, ১৭ জুন ২০২৪
ফাইল ছবি

ক্রিকেটার বাছাইয়ে কোনো ধরনের রদবদল ছাড়াই বিশ্বকাপের ৩টি ম্যাচ খেলছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের পর আজ রোববার নেপালের বিপক্ষে একই একাদশ নিয়ে খেলতে নেমেছেন নাজমুল হোসেন শান্ত।

সুপার এইট নিশ্চিত করতে সেন্ট ভিনসেন্টে নেপালের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচ জিতলে কোনো ধরনের সমীকরণ ছাড়াই সেরা আটে জায়গা পেয়ে যাবে টাইগাররা। অপ্রত্যাশিতভাবে বড় ব্যবধানে হেরে গেলে নাজমুল হোসেনের দলকে তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডসের ম্যাচের দিকে।

ডাচদের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে চায় না বাংলাদেশ। নেপালের বিপক্ষে দাপুটে জয় নিয়েই সুপার এইটে খেলতে চায় টাইগাররা। সেই লক্ষ্যে মাঠে নামা বাংলাদেশ আজ জিততে পারেনি। টস জিতেছেন নেপালের অধিনায়ক রোহিত পাউডেল। নিজে ফিল্ডিং নিয়ে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

নেপাল একাদশ

কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পাউডেল (অধিনায়ক), অনিল সাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, গুলসান ঝা, সোমপাল কামি, সুন্দীপ জোরা, সন্দীপ লামিছানে, অবিনাশ বোহারা

 

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

 

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।